মোকা মোকাবিলায় প্রস্তুত রাজ্যের অগ্নিনির্বাপন ও জরুরি পরিষেবা বিভাগ

‘মোকা’ গতিপথ কোন দিকে এগোবে তা এখনও নিশ্চিত হয়নি। তবে এই ঘূর্ণিঝড় অশনি সংকেত মিলতেই তা মোকাবিলাই কোমর বেঁধে নামছে রাজ্যের অগ্নিনির্বাপন ও জরুরি পরিষেবা দফতর। দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে সোমবার তারই প্রস্তুতি বৈঠক করেন জরুরী পরিষেবা বিভাগের মন্ত্রী সুজিত বসু। সেই বৈঠক এদিন দুপুরে সল্টলেক বিকাশ ভবনের সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী সুজিত বসু। বলেন, ‘অশনি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম-পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম মিলিয়ে সহ ৮টি জেলায়। তাই এই প্রতিটি জেলার জরুরী পরিষেবা বিভাগ গুলিকে অতিরিক্তভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে সেখানকার উপকূলবর্তী এলাকাগুলিতে কড়া নজরদারিতে রাখতে বলা হয়েছে। সম্ভাব্য বিপর্যয় মোকাবিলা ৮২টি বিশেষ বাহিনী তৈরি করার পাশাপাশি রাজ্যের ১৫৬ টি ফায়ার স্টেশন গুলিও সজাগ থাকার কথা বলা হয়েছে’। মন্ত্রী আরও জানান, রাজ্য সরকার ও পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে অগ্নিনির্বাপন ও জরুরি পরিষেবা বিভাগ। ঝড়ের সময় গাছ পড়ে পথ আটকে থাকলে তাৎক্ষণিক রাস্তা পরিষ্কার করে দেওয়া। অথবা কোথাও মানুষের আটকে পড়ার খবর মিললে দপ্তরের কর্মীরা ঝাঁপিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে উদ্ধার করার কাজে নেমে পড়বেন।