আজ কংগ্রেস সভাপতি নির্বাচন, ভোট দিলেন সোনিয়া-রাহুল

সোমবার কংগ্রেস সভাপতি নির্বাচন। সোমবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। ফলপ্রকাশ আগামী ১৯ অক্টোবর। ৯ হাজারের বেশি প্রদেশ কংগ্রেস কমিটির প্রতিনিধিরা গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। দেশের প্রতিটি রাজ্যে প্রদেশ কংগ্রেস দপ্তর এবং দিল্লিতে এআইসিসি-র সদর দপ্তরে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। দেশজুড়ে মোট ৩৬টি নির্বাচনি কেন্দ্র তৈরি করা হয়েছে বিভিন্ন রাজ্য মিলিয়ে। রয়েছে মোট ৬৭টি বুথ। এছাড়াও দিল্লিতে সর্বভারতীয় কংগ্রেস কমিটি বা এআইসিসি সদর দপ্তরেও একটি বুথ থাকবে। দিল্লিতে মোট দুই জায়গায় দলের সমস্ত শীর্ষ নেতা, কার্যকরী কমিটির সদস্যরা ভোট দেবেন। যাঁরা ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছেন, তাঁরাও সভাপতি নির্বাচনে ভোট দিতে পারেন, তার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। ১৮ অক্টোবর প্রতিটি রাজ্যের প্রদেশ কংগ্রেস দপ্তর থেকে ব্যালট বক্স পৌঁছোবে দিল্লিতে এআইসিসি-র দপ্তরে। এদিন ভোটগ্রহণ শুরুর আগে দুই প্রার্থী মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুরের মধ্যে সৌজন্য বিনিময় হয় ফোনালাপে। কংগ্রেস সভাপতি নির্বাচনে অংশ নেওয়ার জন্য ভোটদাতাদের কিউআর কোড সহ পরিচয় পত্র দিয়েছে সিইএ। এদিন কংগ্রেস সভাপতি নির্বাচনে সদর দপ্তরে ভোট দিলেন দলনেত্রী সোনিয়া গান্ধি ও প্রিয়াংকা গান্ধিও।