আসল শিবসেনা কে? তাই নিয়ে দীর্ঘ লড়াই হয়েছে শিন্ডে শিবির এবং উদ্ধব ঠাকরে শিবিরের মধ্যে। লড়াই গিয়ে পৌঁছায় আদালতেও। বিতর্ক শেষ করে সম্প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে দুই শিবিরকে আলাদা আলাদা প্রতীক চিহ্ন দেওয়া হয়। উদ্ধব ঠাকরে শিবিরকে দেওয়া হয় মশাল প্রতীক চিহ্ন এবং একনাথ শিন্ডে(Eknath Shinde) শিবিরকে দেওয়া হয় ঢাল ও জোড়া তরোয়াল প্রতীক চিহ্ন। কিন্তু ঠিক এই জায়গাতেই নতুন করে সমস্যার মুখোমুখি হয়েছে শিন্ডে শিবির। তার কারণ এবার শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে জোড়া তরোয়াল এবং ঢাল প্রতীক চিহ্ন নিয়ে। শিখ সম্প্রদায়ের অভিমত, এই প্রতীক চিহ্ন খালসা পন্থের ধর্মীয় চিহ্ন। সেক্ষেত্রে কোন ধর্মীয় চিহ্ন রাজনৈতিক প্রতীকে পরিণত হতে পারে না। ইতিমধ্যে সমতা পার্টির পক্ষ থেকে আপত্তি জানিয়েছে উদ্ধব ঠাকরে শিবিরকে মশাল প্রতীক চিহ্ন দেওয়ায়।
অন্যদিকে গুরুদুয়ারা সচখন্ড বোর্ডের তরফ থেকে রঞ্জিত সিং কামথেকর এবং স্থানীয় কংগ্রেস নেতার তরফ থেকে নির্বাচন কমিশনে চিঠি লিখে আবেদন করা হয়েছে, যাতে এরকম কোন ধর্মীয় চিহ্ন রাজনৈতিকভাবে ব্যবহার করতে দেওয়া না হয়। তাঁদের তরফ থেকে বলা হয়েছে, যদি এ ব্যাপারে নির্বাচন কমিশন কোন পদক্ষেপ না নেয়, তাহলে তাঁরা আদালতে যাবেন। কার্যত এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়েছে।
