বঙ্গে পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করেই লোকসভা নির্বাচনের দিকে এগোতে চাইছে বিজেপি। রাজ্যে লোকসভায় ৩৫ আসন জয়ের লক্ষ্যমাত্রা রেখেছে বিজেপি। সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে ভাল ফল করতে হবে পঞ্চায়েত স্তরে। তা ভালমতোই জানেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবারই রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে দিনভর রাজ্যে একাধিক কর্মসূচিতে যোগ দেন অমিত শাহ। এদিন সন্ধ্যায় সায়েন্স সিটিতে খোলা হাওয়া শীর্ষক অনুষ্ঠানের শেষে রাজ্যের শীর্ষ নেতাদের মৌখিক কিছু নির্দেশ দিয়ে গিয়েছেন শাহ। যার সারমর্ম হল, জনসংযোগ বাড়াতে হবে। জেলায় জেলায় আরও বেশি করে ঘুরতে হবে। বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে যেতে নির্দেশ দিয়েছেন। জেলায় জেলায় ঘুরে বেড়ানোর নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটের আগে জুন মাসে অমিত শাহ আরেক দফা রাজ্যে আসবেন বলে জানা গিয়েছে। তাঁর নজর থাকবে পঞ্চায়েত ভোটের দিকে। আসতে পারেন লোকসভার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নাড্ডা। আসলে বিজেপির রাজ্য নেতারা যাই রিপোর্ট দিন না কেন, সব জেলায় বুথস্তরের সংগঠন যে তেমন মজবুত নয়, সেটা ভাল করেই জানেন অমিত শাহ। সেকারণেই জেলায় জেলায় ঘুরে দলের সাংগঠনিক শক্তি বাড়ানো এবং জনসংযোগে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
