উত্তরবঙ্গের সমস্ত বিদ্যালয়ের সমস্ত অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষাদের ৬০ বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা প্রদানের অনুরোধ জানিয়ে “নর্থ বেঙ্গল পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনে”র পক্ষ থেকে একটি স্মারকলিপি সরাসরি মাননীয়া মুখ্যমন্ত্রী মহাশয়ার হাতে তুলে দেওয়ার অনুমতি প্রার্থনা করে, আজ উত্তরকন্যায় মাননীয়া মুখ্যমন্ত্রীর অফিসে এবং শিলিগুড়ির পুলিশ কমিশনারের অফিসে আবেদন জানালেন।
সংগঠনের অ্যাডভাইজার চেয়ারপারসন সুশান্ত সরকার জানান, আমরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সরকারি এবং আধা-সরকারি উচ্চ-প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অস্থায়ী পার্ট টাইম শিক্ষক/শিক্ষিকাগন। আমরা বছরের পর বছর নিষ্ঠার সঙ্গে বিদ্যালয়গুলিতে শিক্ষাদান করে চলেছি। স্কুল ম্যানেজিং কমিটি আমাদের নিয়োগ করেন এবং স্কুল ফান্ড থেকে আমাদের খুবই কম(মাসিক 1000 টাকা থেকে 3000 টাকা) সাম্মানিক দেওয়া হয়। করোনা পরিস্থিতিতেও বেশিরভাগ বিদ্যালয়গুলিতে আমরা আংশিক সময়ের শিক্ষকরাই মিড ডে মিলের সামগ্রী বিতরণ থেকে শুরু করে অনলাইন ক্লাস নিয়েছি। দীর্ঘদিন SSC নিয়গ বন্ধ থাকায় আমরাই পার্ট টাইম শিক্ষক/শিক্ষিকারা এখনও বিদ্যালয়গুলিকে সচল রেখে সরকারকে সাহায্য করে যাচ্ছি। কিন্তু বিদ্যালয়ে স্থায়ী শিক্ষক এলে অমানবিক ভাবে আমাদের বিদ্যালয় থেকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে। তাই আমরা চাই সরকার আমাদের ৬০ বছর বয়স পর্যন্ত কাজের নিশ্চয়তা প্রদান ও আর্থিক দায়ভার গ্রহণ করে আমাদের বাঁচার মতো একটা ব্যবস্থা গ্রহণ করুন। তাই আমরা প্রতিটি জেলার MLA, DI থেকে শুরু করে কলকাতা বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর নিকট এবং নবান্ন ও কালীঘাটে এবং উত্তরকন্যাতেও বারবার আবেদন করেছি। কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। তাই আমরা উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলির অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকারা একত্রিত হয়ে নতুনভাবে নর্থ বেঙ্গল পার্টটাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠনের মাধ্যমে আমরা উত্তরবঙ্গের সমস্ত বিদ্যালয়ের অস্থায়ী পার্টটাইম শিক্ষক শিক্ষাদের ৬০ বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা প্রধানের অনুরোধ জানিয়ে গত ২৭/০৯/২২ তারিখে উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর অফিসে মাননীয়া মুখ্যমন্ত্রী মহাশয়াকে এবং মাননীয় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী মহাশয়কে একটি স্মারকলিপি প্রদান করেছি। আমাদের আশা ‘মা মাটি মানুষের সরকার’ এবং মানবিক মুখ্যমন্ত্রী মহাশয়া কলেজের অতিথি শিক্ষকদের মতোই বিদ্যালয়ের অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষাদেরও ষাট বছর পর্যন্ত কাজে নিশ্চয়তা প্রদান করবেন।
সংগঠনের সম্পাদক মোঃ শাহাবুদ্দিন মহাশয় জানান যে, গত ১৫/১০/২২ তারিখে আমরা তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক এবং শিলিগুড়ি পৌরনিগমের চেয়ারম্যান শ্রী প্রতুল চক্রবর্তী মহাশয়ের কাছে মাননীয়া মুখ্যমন্ত্রী মহাশয়ার সঙ্গে দেখা করানোর অনুরোধ জানান এবং তার হাতে মুখ্যমন্ত্রী মহাশয়াকে দেওয়ার জন্য একটি স্মারকলিপী প্রদান করেন। তিনি আরো জানান গতকাল (১৬/১০/২২) উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী মহাশয়ের বাড়িতেও সংগঠনের কোচবিহার জেলা সভাপতি শ্রী মধুসূদন বর্মনের নেতৃত্বে চারজনের একটি প্রতিনিধি দল দিনহাটাতে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী মাহাশয়ের বাড়িতে গিয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী মহাশয়ার সঙ্গে সরাসরি দেখা করানোর বিষয়ে অনুরোধ জানান এবং মুখ্যমন্ত্রী মহাশয়ার হাতে উত্তরবঙ্গের সমস্ত বিদ্যালয়ের সমস্ত অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের ষাট বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা প্রদানের জন্য একটি স্মারকলিপি তুলে দেন।
সংগঠনের সহ-সভাপতি শুক্লা দাস ঘোষ বলেন, “আমরা আপনাদের সংবাদপত্রের মাধ্যমে মাননীয়া মুখ্যমন্ত্রী মহাশয়ার কাছে হাতজোড় করে অনুরোধ জানাচ্ছি যাতে আপনার সঙ্গে, আমরা সরাসরি একটু সাক্ষাতের অনুমতি পাই।
