নবী সা. সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন— ‘বরখাস্ত বিধায়ক টি. রাজা সিংকে আবার দলে ফিরিয়ে নেওয়া হচ্ছে’:কেন্দ্রীয় মন্ত্রী কিষাণ রেড্ডি

হায়দরাবাদ ১৪ মে: কেন্দ্রীয় মন্ত্রী এবং সেকেন্দ্রাবাদের সাংসদ জি কিষাণ রেড্ডি জানিয়েছেন, গোশামহলের বিধায়ক টি রাজা সিংকে আবার দলে ফিরিয়ে নেওয়া হচ্ছে।বিতর্কিত মন্তব্যের জন্য তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছিল ।তিনি শীঘ্রই দলে ফিরে আসবেন।তেলেগু নিউজ চ্যানেল এবিএন অন্ধ্র জ্যোতিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন।কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “আমরা সবাই বিষয়টি নিয়ে আলোচনা করছি। শিগগিরই তার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। শেষ পর্যন্ত হাইকমান্ড তাকে আবার দলে ফিরিয়ে নেবে।আমিও এসব আলোচনায় অংশ নেব। সঠিক সময়ে সিদ্ধান্ত জানানো হবে।”
বিধায়ক টি রাজা সিংকে গত বছর আগস্টে বিজেপি দল থেকে বরখাস্ত করা হয় , যখন তিনি হায়দরাবাদে কমেডিয়ান মুনাওয়ার ফারুকিকে একটি অনুষ্ঠান করার অনুমতি দেওয়ার প্রতিক্রিয়ায় নবী মুহাম্মদ সা. এর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন। রাজা সিংকে হায়দরাবাদ পুলিশ প্রিভেন্টিভ ডিটেনশন (পিডি) আইনের অধীনে গ্রেপ্তার করেছিল এবং বর্তমানে তিনি তেলেঙ্গানা হাইকোর্টের দেওযা আদেশে জামিনে মুক্ত আছেন।
ধর্মীয় ভাবাবেগে আঘাত, বিদ্বেষমূলক মন্তব্য, উসকানির অভিযোগ ওঠে ওই বিধায়কের বিরুদ্ধে।
বরখাস্ত হওয়া বিজেপি বিধায়ক, স্ট্যান্ড-আপ কমেডিয়ান মুন্নাওয়ার ফারুকির সমালোচনা করে একটি ১০ মিনিটের ভিডিয়ো প্রকাশ করেছিলেন। ওই ভিডিয়োতেই টি রাজা সিং বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। নবী সা. সম্পর্কে বিজেপি নেত্রী অভিনেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যরই পুনরাবৃত্তি করেন তিনি। এই মন্তব্যের পরই হায়দরাবাদ শহরের একাধিক থানার বাইরে বিক্ষোভ দেখান বেশ কয়েকটি মুসলিম সংগঠন। সেই সময় তারা টি রাজা সিং-এর গ্রেফতারির দাবি জানান। এরপরই হায়দরাবাদ পুলিশ তাঁকে গ্রেফতার করে। তবে, তাঁর বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন বেশ কয়েকটি সংগঠন। যা নেওয়া হয়নি বলে অভিযোগ।