কায়দা করে অজগরের ছবি তুলতে গিয়ে কামড় খেলেন যুবক

ওয়াইল্ড লাইফ ফোটোগ্রাফি কাল হল ফটোগ্রাফারের। অজগরের ফটো তুলতে গিয়েই কামড় খেলেন ওই ফটোগ্রাফার মাদারিহাটের বাসিন্দা রাজীব কুজুর। অজগরের ফোটো তুলতে গিয়েছিলেন সাঁতালি চা বাগানে। জানা গিয়েছে, সেই সময়ে একটি অজগরের হামলার শিকার হন তিনি।
অজগরটি গাছের কোটরে ছিল। সাপটিকে দেখে ছবি তুলতে যান রাজীব। কিন্তু সেখানে যেতেই বিপাকে পড়েন তিনি। গাছে থাকা অজগরের কামড় খেতে হয় রাজীব কুজুরকে। কালচিনি ব্লকের সাঁতালি চা বাগানে এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসেছিলেন রাজীব কুজুর। রবিবার সকালে সাঁতালি চা বাগানে একটি গাছে অজগর দেখতে পান তিনি। অজগর দেখতে পেরে ফোটো তুলতে যান রাজীব। অজগরটি ডিম নিয়ে বসেছিল বলে জানা যায়। গাছের কোটর থেকে বেড়িয়ে রাজীবের হাতে কামড় বসিয়ে দেয় অজগরটি। জানা গিয়েছে, রাজীবকে কামড়ে গাছের উপরে নিয়ে যাচ্ছিল অজগরটি। কিন্তু রাজীবের চিৎকারে তাঁর পরিজনেরা এসে অনেক কষ্টে রাজীবের হাত ছাড়ান।