ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

উত্তর-পূর্বের বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরার পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়! এবিষয়ে কিছুদিন আগেই মহারাজকে প্রস্তাব দিয়েছিল ত্রিপুরার বিজেপি সরকার। সূত্রের খবর, সেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন সৌরভ।

মঙ্গলবার ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বেহালায় গিয়ে সৌরভের সঙ্গে সাক্ষাত করেন। এদিন তাঁর সঙ্গে মহারাজের বাড়িতে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের সচিব উত্তমকুমার চাকমা, দপ্তরের অধিকর্তা তপনকুমার দাস।

সাক্ষাতের ছবি ফেসবুকে পোস্ট করে সুশান্তবাবু লিখেছেন, ‘আমাদের ত্রিপুরা রাজ্যের পর্যটনকে সারা বিশ্বের সামনে তুলে ধরার জন্য প্রয়োজন এর বহুল প্রচার ও সঠিক ব্রান্ডিং। এর জন্য আমাদের দরকার এমন একজন জনপ্রিয় ব্রান্ড অ্যাম্বাসেডর যাঁকে সারা বিশ্ব চেনে! ত্রিপুরার পর্যটনকে সারা বিশ্বের সামনে তুলে ধরতে আমাদের সবার প্রিয় দাদা, ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের চেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব আর কে হতে পারে?’