কেদারনাথের কাছে তীর্থযাত্রী-সহ ভেঙে পড়ল হেলিকপ্টার, এক পাইলট-সহ মৃত অন্তত সাত

যাত্রী-সহ কেদারনাথের পথে ভেঙে পড়ল হেলিকপ্টার। এই ঘটনায় অন্তত ৬ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। তীর্থযাত্রী-সহ কেদারনাথের পথে ভেঙে পড়ল একটি হেলিকপ্টার। এই ঘটনায় ওই হেলিকপ্টারের এক পাইলট-সহ ৭ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। মঙ্গলবার সকালে উত্তরাখণ্ডের ফাটা থেকে পুণ্যার্থীদের নিয়ে উড়েছিল হেলিকপ্টারটি। তবে কেদারনাথে পর্যন্ত পৌঁছতে পারেনি। ওড়ার কিছু ক্ষণের মধ্যেই দুর্ঘটনাগ্রস্ত হয় কপ্টারটি।
মঙ্গলবার উত্তরাখণ্ডের গারু চটির কাছে এই দুর্ঘটনা ঘটে। পুন্যার্থীদের নিয়ে দুর্গম খাদে গিয়ে পড়ে হেলিকপ্টারটি। খবর পেয়েই ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন উদ্ধারকারীরা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর দুপুর পর্যন্ত ছ’জনের দেহ উদ্ধার করা গিয়েছে। তবে মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। কোন রাজ্য থেকে তাঁরা কেদারনাথের তীর্থযাত্রায় এসেছিলেন, সেই তথ্যও হাতে আসেনি পুলিশের।