শিলিগুড়ি : বিজেপির বিধায়ক সাংসদরা তাদের লোকসভা নির্বাচনের আগে দেওয়া আশ্বাস পূরণ না করলে ফল পাবে না। সোমবার দিল্লি থেকে ফিরে শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। দিল্লি সফর শেষ করে সোমবার দুপুরে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছান বিমল গুরুং।তার সঙ্গে ছিলেন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আগামীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি তাদের ডেকে পাঠায় তবে অবশ্যই তারা দেখা করতে যাবো। তিনি আরও বলেন, “বিজেপির বিধায়করা যে আশ্বাস দিয়ে জিতেছিল সেই আশ্বাস পূরণ করা উচিৎ। না হলে কোন ফল পাবে না। অন্যদিকে, বিনয় তামাং যে কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় বলে জানান তিনি।”
