কয়েক সেকেন্ডেই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবে দুস্থরা বেঙ্গালুরুতে চালু এসওএস ‘সেফটি আইল্যান্ডস’

মানুষ বহু সময় সাংঘাতিক দুরাবস্থার মধ্যে পড়েন। চুরি, ডাকাতি, শারীরিক নিগ্রহ, যৌন নিগ্রহের মত নানা ঘটনার শিকার হন। কিন্তু তারপরও মুখ বুঝে সহ্য করেন। কারণ অভিযোগ জানাবেন কোথায় ? পুলিশের কাছে অভিযোগ জানানোর ব্যাপারটা সাধারণ মানুষের কাছে সহজ নয়।নানা টালবাহানা চলে। পুলিশ নানা কারণে সময়মত অভিযোগ নথিভুক্ত করতে চায় না। এবার সেটাই অত্যন্ত সহজ করে দিল বেঙ্গালুরু প্রশাসন।দুর্দশাগ্রস্ত ব্যক্তিরা এখন থেকে অত্যন্ত জরুরি ভিত্তিতে এসওএস বুথ বা ‘সেফটি আইল্যান্ডস’ লাল প্যানিক বোতাম টিপে দশ সেকেন্ডের মধ্যে অভিযোগ নথিভুক্ত করতে পারবেন। ব্রুহাত বেঙ্গালুরু মহানগর পালিকে (বিবিএমপি) এবং বেঙ্গালুরু সিটি পুলিশ সহযোগিতায়, শহরে ৩০ টি এসওএস জরুরি বুথ বক্স চালু হয়েছে।দুর্গতদের এবার দ্রুত সাহায্য করবে পুলিশ।সেফটি আইল্যান্ডস’ এর সঙ্গে সিসিটিভি ক্যামেরা এবং স্পিকার লাগানো আছে। প্যানিক বোতাম টিপলে একটি ভয়েস কমান্ড সক্রিয় হবে। সেই অভিযোগ নিকটবর্তী পুলিশ চৌকি কিংবা থানায় পৌঁছে যাবে দ্রুত। ফলে দশ সেকেন্ডের মধ্যে অভিযোগ নেওয়া হবে। প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। নির্ভয়া তহবিল’ স্কিমের অধীনে এই প্রকল্পটি চালু হয়েছে।

সম্প্রতি কর্নাটকে বিজেপিকে হটিয়ে সরকার গড়েছে কংগ্রেস। শহরের বস্তি, মল এবং আইটি কোম্পানির কাছাকাছি ঝুঁকিপূর্ণ জায়গায় এই ধরনের আরও ২০ কিয়স্ক চালু করা হবে বলে জানা গিয়েছে।এক পুলিশ কর্তা জানিয়েছেন, “এমনিতে আমরা যত দ্রুত সম্ভব ঘটনাটির একটি বিবরণ লিখে রাখ। পুলিশ অতি দ্রুত ঘটনাস্থলে যায়। তবে এবার তা আরও দ্রুত হবে। একবার কোনও ব্যক্তি এসওএস বোতাম ব্যবহার করলে, সমস্যায় থাকা ব্যক্তির কী হয়েছে তা বোঝার জন্য ক্যামেরাটি সেখানে ফোকাস করবে।ফলে আসলে কি ঘটেছে তা আমরা সহজেই বুঝে যাব। পরিস্থিতি খতিয়ে দেখে সেখানে পুলিশ পাঠানো হবে। শুধু এই উদ্দেশ্যে বেশ কিছু টহল যানের ব্যবস্থা করা হয়েছে। সাধারণ জনগণ এখনও এই নতুন প্রকল্প সম্পর্কে সেইভাবে সচেতন নয়। আমরা এখান থেকে এখনও কোনও অভিযোগ পাইনি।”