আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল বা বিজেপি কাউকেই খোলাখুলি সমর্থন করছেন না গ্রেটার নেতা অনন্ত মহারাজ। বৃহস্পতিবার রাতে কোচবিহারে (CoochBehar) তাঁর চকচকার বাড়িতে উত্তরবঙ্গ সংবাদ-এর প্রতিনিধির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। মহারাজ বলেন, ‘আমি কিন্তু কোনও পক্ষে নেই। আমি না বিজেপির পক্ষে আছি, না তৃণমূলের। সিপিএম না কংগ্রেসের পক্ষে আছি। আমি এসবে আগ্রহী নই। কারণ আমি রাজনীতি করি না কিংবা ভোটকেও নিয়ন্ত্রণ করি না। কাউকে নির্দেশও দিই না, কোথায় ভোট দিতে হবে।’
মহারাজের কথায়, ‘মানুষ আমাকে যেখানে যখন আমাকে ডাকে আমি সেখানে যাই।’ যদিও গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে কোচবিহার সহ উত্তরবঙ্গে বিজেপির এমন ভালো ফলাফলের পেছনে যে তাঁদের হাত ছিল, তা কার্যত স্বীকার করে নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে মহারাজ বলেন, ‘সেটা ঠিকই। কারণ আমরা বিজেপি সরকারের কাছে আমাদের দাবির কথা জানিয়েছিলাম। তারা বলেছিল, আমাদের সাহায্য করুন, আমরা বিষয়টা দেখছি। আমাদের লোকেরা সেটা করেছে। এবার ভারত সরকারের প্রতিশ্রুতি পালন করার সময়।’
