ডুয়ার্সে দুর্ঘটনার কবলে উত্তরবঙ্গের আইজি ডিপি সিংয়ের গাড়ি, গুরুতর জখম আইজি সহ চারজন

পথ দুর্ঘটনায় জখম আইজি (নর্থবেঙ্গল) দেবেন্দ্র প্রকাশ সিং। শুক্রবার ডামডিমে তাঁর গাড়ি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়িতে ডিপি সিং, এসপি ট্রাফিক নর্থবেঙ্গল অবধেশ পাঠক, চালক সহ চারজন ছিলেন। তাঁরা চারজনই জখম হন। চালক সহ অপরজন মালবাজার হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁদের শিলিগুড়িতে রেফার করা হয়। আইজি (নর্থবেঙ্গল) ডিপি সিং ও এসপি ট্রাফিক নর্থবেঙ্গল অবধেশ পাঠককে সেবক রোডের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, তাঁরা শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারে (Alipurduar) একটি মিটিংয়ে যোগ দিতে যাচ্ছিলেন। এদিন নার্সিংহোমে তাঁদের দেখতে যান গৌতম দেব। এছাড়াও পুলিশের উচ্চপদস্থ কর্তারা উপস্থিত রয়েছেন।