বাংলা-বিহার ভেঙে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার পরিকল্পনা কেন্দ্রের রাজ্য ভাগ রুখবে বাংলাবাসী পাল্টা হুঙ্কার সুখেন্দুশেখরের

নির্বাচনে লড়ে নবান্ন দখল করতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-অমিত শাহরা। বাংলা দখলের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। উল্টে কয়েকদিন আগে বিহারেও মুখ পুড়েছে বিজেপির। আর সেই অপমানের বদলা নিতে এবং দুই রাজ্যের ক্ষমতার বৃত্ত থেকে দূরে থাকার কষ্ট ভুলতে এবার বিহার ও বাংলার একাংশ নিয়ে নতুন এক কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার নয়া ষড়যন্ত্র শুরু করেছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর ওই ষড়যন্ত্রের পর্দাফাঁস করে দিয়েছে এক সর্বভারতীয় সংবাদপত্র। রাজ্যভাগের জন্য কেন্দ্রের নয়া পরিকল্পনার কথা ফাঁস হতেই গর্জে উঠেছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। দলের রাজ্যসভার সাংসদ তথা জাতীয় মুখপাত্র সুখেন্দুশেখর রায়। শনিবার তিনি পাল্টা হুঙ্কার ছুড়ে বলেছেন, ‘ব্রিটিশ আমলে যেভাবে বঙ্গ ভঙ্গ রুখে দিয়েছিল বাংলার মানুষ, এবারও সেই ভাবে রুখে দেবে। জনমতকে অপমান করার যোগ্য জবাব পাবে বিজেপি।’ বঙ্গ ভঙ্গ নিয়ে অমিত শাহের অধীনস্ত মন্ত্রকের পরিকল্পনার পর্দাফাঁস নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বাক-সর্বস্ব বাংলার বিজেপি নেতারা। সর্বভারতীয় সংবাদপত্র ‘লোকমত টাইমস’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বিহারের কিষাণগঞ্জ ও নিউ জলপাইগুড়ি ঘুরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর দুই এলাকা ঘুরে যাওয়ার পরেই বাংলাদেশি অনুপ্রবেশের দোহাই পেড়ে দুই রাজ্যের বেশ কয়েকটি জেলাকে নিয়ে নতুন একটি কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে তোলার জন্য প্রয়োজনীয পদক্ষেপ নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের পদস্থ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।