শোকজ করতেই নতুন দল গড়ার চ্যালেঞ্জ ছুড়লেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। প্রার্থী নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতবিরোধের জেরে পঞ্চায়েত ভোটের সময় থেকেই একাধিক মন্তব্যে তৃণমূলের অস্বস্তি বাড়াচ্ছিলেন তিনি। সরাসরি নিশানা করছিলেন দলের শীর্ষ নেতৃত্বকে। যার জেরে হুমায়ুনকে শোকজ করেছে তৃণমূল কংগ্রেস। রবিবার তাঁর বাড়িতে শোকজ লেটার এসেছে। ভরতপুরের তৃণমূল বিধায়ক তা স্বীকারও করে নিয়েছেন। ৩১ জুলাই সুব্রত বকসির সঙ্গে দেখা করে জবাব দেওয়ার হুঙ্কার দিয়েছেন হুমায়ুন। সেই সঙ্গে রাজ্য নেতাদের চ্যালেঞ্জ ছুড়ে নতুন দল গড়ার হুমকিও দিয়েছেন তিনি। হুমায়ুন কবীর বলেছেন, ‘সুব্রত বকসির সই করা দু’পাতার একটা লেটার আমার বাড়িতে এসে পৌঁছেছে। ৩১ জুলাই, সোমবার আমি বিধানসভায় যাব, তারপরে বিকেলের দিকে বকসিদার সঙ্গে যোগাযোগ করব।’
