প্রথম মুনওয়াকের পরে ৮ মিটার পথ অতিক্রম রোভারের, জানালো ইসরো

বেঙ্গালুরু, ২৬ আগস্ট: ২৩ আগস্ট চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। মিশন সম্পূর্ণ করতে কাজ শুরু করেছে চন্দ্রযান-৩।
ইসরো সূত্রে খবর, অবতরণের কিছুক্ষণের মধ্যেই রোভার প্রজ্ঞান বেরিয়ে আসে, তা ভিডিওতে ধরা পড়েছে। সেই ‘মুনওয়াক’-এর ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তার একদিন পরে, রোভার প্রজ্ঞানের উভয় পেলোড চালু করা হয়, এটি ৮ মিটার দূরত্ব অতিক্রম করে।
ইসরোর তরফে এক ট্যুইটে জানানো হয়েছে, পরিকল্পনা মতোই এগোচ্ছে রোভার ‘প্রজ্ঞান’। রোভারটি সফলভাবে প্রায় ৮ মিটার দূরত্ব অতিক্রম করেছে। রোভার পেলোডে লিআইবিএস এবং এপিএক্সএস চালু আছে। প্রোপালশন মডিউল, ল্যান্ডার মডিউল এবং রোভারের সমস্ত পেলোড ঠিকভাবেই কাজ করছে। ফলে এখনও পর্যন্ত সমস্ত কিছু স্বাভাবিকই আছে। ‘প্রজ্ঞান’ ১৪ দিন ধরে চাঁদের দেশে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করবে। এছাড়াও এর চাকার সঙ্গে এক দিকে ইসরোর লোগো ও অন্য দিকে ভারতের অশোকস্তম্ভ খোদাই করা রয়েছে। ফলে ‘প্রজ্ঞান’ যতই এগিয়ে চলেছে ততই চন্দ্রপৃষ্ঠে ছাপ পড়ছে ইসরোর লোগোর ও অশোকস্তম্ভের।
স্পেস এজেন্সি একটি ভিডিও শেয়ার করেছে যে কীভাবে বিক্রমের ল্যান্ডারের র্যাশম্পটি প্রজ্ঞানের জন্য রোল-ডাউনকে সহজতর করেছিল, পাশাপাশি কীভাবে এর সৌর প্যানেল স্থাপন করা হয়েছিল। বিক্রমের পেলোডগুলি বৃহস্পতিবার সকালে চালু হয়।