দীপাবলির দিন ‘সৌজন্য সাক্ষাৎ’ করতে প্রাক্তন মন্ত্রী ও রাজ্যের প্রবীণ বাম নেতা অশোক ভট্টাচার্যের বাড়িতে গিয়েছিলেন দার্জিলিংয়ের(Darjeeling) বিজেপি সাংসদ রাজু বিস্তা। সঙ্গে ছিলেন একসময় সিপিএমের নেতা তথা এখন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। আর এই সাক্ষাৎকার ঘিরেই তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। দলীয় মুখপত্র জাগো বাংলায় তৃণমূল এই সাক্ষাৎকারকে বিজেপি-সিপিএমের সরকার ফেলার যৌথ ষড়যন্ত্র বলে ব্যাখ্যা করেছে। সরব হয়েছেন শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেবও। তিনিও এর পেছনে দুই দলের মধ্যে ‘বোঝাপড়া’ দেখতে পেয়েছেন। এবার তৃণমূলের এহেন আচরণ নিয়ে পালটা সরব হলেন রাজু বিস্তা। প্রেস বিবৃতি জারি করে রাজু জানিয়েছেন, ‘সংস্কৃতি বিমুখ তৃণমূল সরকারের শাসনকালে রাজনৈতিক সৌজন্য এবং মৌলিক শালীনতা আমাদের রাজ্যে এতটাই বিরল হয়ে উঠেছে যা অত্যন্ত দুর্ভাগ্য ও পরিতাপের বিষয়।’ রাজু বিস্তার ব্যাখ্যা, ‘তৃণমূল কর্মীরা সম্ভবত ভুলে গেছে যে আমাদের প্রবীণদের সম্মান করা এবং উৎসবের সময় তাদের আশীর্বাদ চাওয়া আমাদের সমাজ এবং সংস্কৃতির সাথে অঙ্গাঙ্গিভাবে সম্পৃক্ত একটি পরম্পরা, যার ধারক ও বাহক আমরা সকলেই।’
