সোমবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির গোড়ামোড় এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার।

সোমবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির গোড়ামোড় এলাকায় অভিযান শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপর বাইকে থাকা এক ব্যক্তিকে আটক করে পুলিশ। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার। এই ঘটনায় একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম রফিকুল হক(৪৬)।সে রাজগঞ্জের জুম্বাগজের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির কাছ থেকে ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। উদ্ধার হাওয়া ব্রাউন সুগার আমবাড়ির দিক থেকে এনজেপি দিকে নিয়ে যাচ্ছিল। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। মঙ্গলবার ধৃত ব্যক্তিকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে।