গুজরাত সায়েন্স সিটিতে রোবটের হাতে চা পান মোদির

গান্ধীনগর, ২৭ সেপ্টেম্বর: গুজরাত সায়েন্স সিটিতে রোবটের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাইব্রেন্ট গুজরাত সম্মেলনের দুই দশক পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে গুজরাতে রয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার মোদি গুজরাত কাউন্সিল অফ সায়েন্স সিটিতে গিয়ে সেখানকার রোবটিক্স গ্যালারি পরিদর্শন করেন। মোদি তাঁর ইন্সটাগ্রামে এই পরিদর্শনের ছবি শেয়ার করেছেন। যেখানে একটি রোবটকে প্রধানমন্ত্রীকে চা পরিবেশন করতে দেখা গেছে। প্রধানমন্ত্রী তার ইন্সটা পোস্টের ক্যাপশন দিয়েছেন, ‘গুজরাত সায়েন্স সিটিতে আকর্ষণীয় রোবোটিক্স গ্যালারি। আমাদের চা পরিবেশন করা রোবটের ছবি মিস করবেন না।’ এই গ্যালারি পরিদর্শনে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রর প্যাটেল।
ছবিতে প্রধানমন্ত্রীকে গ্যালারিতে রোবটগুলো পর্যবেক্ষণ করতে দেখা গেছে। বিজ্ঞান গ্যালারিটি রাজ্যের একটি নতুন সংযোজন। ১১ হাজার বর্গ মিটারেরও বেশি জুড়ে বিস্তৃত।

গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রধানমন্ত্রী মোদি ভাইব্রেন্ট গুজরাত সম্মেলনের সূচনা করেছিলেন। মোদি ট্যুইটে বলেছেন, ‘ভাইব্রেন্ট গুজরাত সামিট, অর্থনৈতিক উন্নয়নে গুজরাতের অটল প্রতিশ্রুতির প্রমাণ’।
দু’দিনের গুজরাত সফরে গ্রামীণ ওয়াই-ফাই সুবিধা, যা রাজ্যের ২২টি জেলার ৭৫০০ গ্রামে ইন্টারনেট সংযোগ নিয়ে যাবে। মিশন স্কুল অফ এক্সিলেন্সের অধীনে ৪৫০৫ কোটি টাকার প্রকল্পও চালু করবেন প্রধানমন্ত্রী।