ইলাহাবাদ ৪ অক্টোবর:উত্তরপ্রদেশের আমেঠিতে সঞ্জয় গান্ধি হাসপাতালের অনুমোদন সাসপেন্ড করেছিল উত্তরপ্রদেশ সরকার। বুধবার সরকারের সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করল ইলাহাবাদ হাইকোর্ট ।
বিচারপতি বিবেক চৌধুরী এবং মনীশ কুমারের একটি ডিভিশন বেঞ্চ বলেছে যে হাসপাতালের বিরুদ্ধে তদন্ত চলবে। বেঞ্চ রাজ্যকে তার পাল্টা হলফনামা দাখিল করতে বলেছে।
অপারেশনের পর একজন মহিলার মৃত্যুর কয়েকদিন পর 18 সেপ্টেম্বর হাসপাতালের লাইসেন্স স্থগিত করা হয়েছিল।
সঞ্জয় গান্ধি হাসপাতালটি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির নেতৃত্বে সঞ্জয় গান্ধি মেমোরিয়াল ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়।
