ভাইফোঁটায় তৃণমূলের বোনেরা চাইছেন বিরোধী শিবিরে থাকা ভাইয়েদের সুস্থ জীবন, তবু বিজেপির আক্রমণ জারি

ভাইফোঁটার মঞ্চকে ব্যবহার করে বিরোধীদের বার্তা বিরোধীদের বার্তা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। মুরলীধর লেনে বসে রাজ্যের শাসক দলকে আক্রমণ করেছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। বলেছিলেন এই মুহূর্তে বাংলার বোনেদের সবচেয়ে বেশি ভাইফোঁটার দরকার। কারণ পশ্চিমবঙ্গ নারী নির্যাতনে পহেলা নম্বর। তাই ভাইফোঁটায় বাড়ি বোনেদের সুরক্ষা দিতে। এদিন এর পাল্টা জবাব না দিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বললেন, বিরোধী দলে যে ভাইয়েরা আছেন, যারা তৃণমূল কংগ্রেসের জন্য কুৎসা করছেন তাদেরও শ্রীবৃদ্ধি কামনা করি। ভাইফোঁটার দিনে পাল্টা জবাব নয়। দিদি বা বোন হিসাবে বিরোধী দলে থাকা ভাইদেরও লম্বা সুস্বাস্থ্য কামনা করছি। আর কুৎসা করলেও তাদের শ্রীবৃদ্ধি হোক এই আশা করছি।
একইসঙ্গে তাঁর জবাব, দিদির শাসনে বাংলা কতটা সুরক্ষিত তার প্রমাণ মিলেছে কেন্দ্রীয় রিপোর্টে। যারা এসব বলছেন তারা যেন বিজেপি শাসিত রাজ্যে গিয়ে একটু দেখে আসেন। সম্প্রতি কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশিত দেশের সবথেকে সুরক্ষিত শহর কলকাতা। আর সবচেয়ে অসুরক্ষিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে থাকা দিল্লি। কাজেই বিজেপি নেতাদের এধরনের বক্তব্য শুধুই বিরোধিতার জন্য বিরোধিতা।
অন্যদিকে, রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বলেন, যে বা যারা এই ধরনের কথা বলছেন তাদের পাল্টা জবাব দিতে চাই না। কারণ জবাব দিলে তাদের বক্তব্যকে মান্যতা দেওয়া হবে। শুধু এইটুকু কথাই বলতে চাই অভিযোগ করার আগে ডবল ইঞ্জিন সরকার গুলির দিকে তাকান বিজেপি নেতারা। ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্ট বলছে, সবচেয়ে বেশি নারী নির্যাতনের ঘটনা ঘটছে বিজেপি শাসিত রাজ্য গুলিতেই।