বিক্ষোভকারীদের বিকাশভবনের সামনে ধর্ণামঞ্চ গড়ার অনুমতি দিল না হাইকোর্ট

শুক্রবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্ত এর এজলাসে উঠে পুলিশি অনুমতি বিষয়ক মামলা। বিকাশভবনের সামনে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের ধরনা কর্মসূচির অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। রাজ্যের আপত্তিতে সায় দিল আদালত। এদিন বিচারপতি জয় সেনগুপ্ত জানান, -‘আন্দোলনকারীরা বিধাননগরের সেন্ট্রাল পার্কের কাছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট অ্যাকাডেমির সামনে কর্মসূচি করতে পারবেন’।চাকরির দাবিতে ধর্নায় বসতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েও অনুমতি মেলেনি। বিকাশ ভবনের সামনে ধর্না কর্মসূচির অনুমতি দেওয়ার আবেদন খারিজ করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। এ ক্ষেত্রে রাজ্যের আপত্তিতেই সায় দিয়েছেন বিচারপতি।শুক্রবার বিচারপতি সেনগুপ্ত জানান,-‘ আন্দোলনকারীরা বিধাননগরের সেন্ট্রাল পার্কের কাছে সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেট অ্যাকাডেমির সামনে কর্মসূচি করতে পারবেন। সেখানে তিন দিন ধর্না কর্মসূচি করা যাবে’। আন্দোলনকারীদের অভিযোগ, -‘রাজ্যের স্কুলগুলিতে কয়েক লক্ষ শূন্যপদ থাকলেও সরকারের সদিচ্ছার অভাবে সেই শূন্যপদগুলিতে শিক্ষক নিয়োগ হচ্ছে না’।শূন্যপদে দ্রুত নিয়োগ-সহ একাধিক দাবিতে বিকাশ ভবনের কাছে ধর্না কর্মসূচি করতে চেয়ে প্রথমে পুলিশের কাছে আবেদন জানানো হয়েছিল। কিন্তু পুলিশ অনুমতি না-দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। এর আগেও ওই জায়গায় কর্মসূচি করতে অনুমতি দেয়নি বিধাননগর পুলিশ।