কূটনৈতিক সংঘাতের কি ইতি? ফের চালু ভারত-কানাডার ই-ভিসা

২ মাসের বিরতির পরে কানাডিয়ানদের জন্য ই-ভিসা পরিষেবাগুলি পুনরায় শুরু করেছে ভারত । কানাডায় খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জারকে হত্যার পর ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল। এর পরে ভারত কানাডিয়ানদের জন্য ই-ভিসা পরিষেবা স্থগিত করে।
গত ২১ সেপ্টেম্বর কানাডার নাগরিকদের ভিসা পরিষেবা দেওয়া বন্ধ করেছিল নয়াদিল্লি। পরে ভিসানীতি খানিক শিথিল করার ইঙ্গিত দিয়ে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, ২৬ অক্টোবর থেকে কানাডার নাগরিকদের ‘এন্ট্রি ভিসা’, ‘বিজনেস ভিসা’, ‘মেডিক্যাল ভিসা’ এবং ‘কনফারেন্স ভিসা’ দেওয়া হবে।
ভারত ও কানাডার উত্তেজনার পারদ গলতে শুরু করেছে। সূত্রের তথ্য দিয়ে সংবাদ সংস্থা এএনআই এ জানিয়েছে ভারত গত দুই মাস ধরে কানাডার নাগরিকদের জন্য ইলেকট্রনিক ভিসা পরিষেবা নিষিদ্ধ করেছিল।কানাডার রাজধানী অটোয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়, আপাতত ভারতের ভ্রমণ, পড়াশোনা, চাকরির উদ্দেশে আসা কানাডার নাগরিকদের ভিসা দেওয়া হবে না। ভিসা দেওয়া হবে না সাংবাদিক, মিশনারি এবং সিনেমা জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও।কানাডায় ভারতের রাষ্ট্রদূত সঞ্জয়কুমার বর্মা বলেছিলেন, “শুধুমাত্র চারটি ক্ষেত্রে ভিসা দেওয়া পুনরায় চালু হয়েছে। প্রেস বিবৃতিতেও সে কথা উল্লেখ করা হয়েছিল।” তবে বুধবার থেকে কানাডার সমস্ত নাগরিকের জন্যই ই-ভিসা পরিষেবা চালু করা। বুধবার ভারতের তরফে আয়োজিত জি২০-র ভার্চুয়াল বৈঠকে যোগ দেওয়ার কথা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। সচিবালয় ট্রুডোর উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে।