চলতি সপ্তাহে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে কাভিয়েট দাখিল করল এসএসসি কর্তৃপক্ষ । উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সিলিং প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করল এসএসসি। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার একতরফা শুনানি আটকাতে এই কাভিয়েট দাখিল বলে জানা গেছে। বর্তমানে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া চলছে। সেই কাউন্সেলিং প্রক্রিয়ায় যাতে স্থগিতাদেশ না দেয় সুপ্রিম কোর্ট বা একতরফা মামলা হয়ে যাতে শুনানি না হয়ে যায় তার জন্য এই ক্যাভিয়েট দাখিল হলো । শিক্ষক নিয়োগের কাউন্সেলিং-এর প্রক্রিয়ায় ক্রমশই বাড়ছে অনুপস্থিতির সংখ্যা। মঙ্গলবার পর্যন্ত ১০০ জনের বেশি অনুপস্থিত থাকলেও বুধবার সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৭০ জন মত । স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর বুধবারে প্রায় ৭০ জন অনুপস্থিত ছিলেন কাউন্সেলিং প্রক্রিয়ায়। যা নিয়ে ফের চর্চা শুরু হয়েছে স্কুল সার্ভিস কমিশনের মধ্যে । দীর্ঘ আট বছরেরও বেশি সময়সীমা পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আশার আলো দেখতে শুরু করেছে। সুপ্রিম শুনানির দিকে তাকিয়ে অনেকেই।
