নয়াদিল্লি ও ঠাকুরনগর ২৭নভেম্বর:
আগামী ৩০ মার্চ ২০২৪-এর মধ্যেই নাগরিকত্ব (সংশোধনী) আইনের (সিএএ) চূড়ান্ত খসড়ার কাজ শেষ হবে। কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র এমনটাই জানিয়েছন।কেন্দ্রীয় মন্ত্রীর এই দাবির প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, “রাজ্য বিজেপি শুধু ভোটের সময় মতুয়াদের মনে রাখে। সিএএ-র কথা তখনই শুধু মনে পড়ে। বিজেপি কখনওই বাংলায় সিএএ হবে না।”
উত্তর প্রদেশের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র উত্তর ২৪ পরগণার ঠাকুর নগরে মতুয়া সম্প্রদায়ের একটি সভায় অতিথি হিসাবে এসেছিলেন। উপস্থিত ছিলেন মতুয়াদের প্রতিনিধি তথা আরেক কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরও। সেখানেই তিনি মতুয়াদের আশ্বস্ত করে বলেন, তাদের নাগরিকত্ব কেউ কেড়ে নিতে পারবে না। তিনি বলেন, “বিগত কয়েক বছরে সিএএ নিয়ে কাজ চলছে…কিছু সমস্যা হয়েছিল, তার সমাধান করা হচ্ছে। মতুয়াদের থেকে কেউ নাগরিকত্ব কেড়ে নিতে পারবে না। তাদের নাগরিকত্ব সুরক্ষিত থাকবে। আগামী বছর মার্চ মাসের মধ্যে সিএএ-র চূড়ান্ত খসড়া তৈরি হয়ে যাবে। তারপরই আইন আসবে বলে আশা করা হচ্ছে।”
অন্যদিকে সাংসদ শান্তনু সেন বলেন, “বিজেপির মিথ্যা দাবি মতুয়া ও অন্যান্যদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। আগামী বছরের নির্বাচনে বিজেপি সব জায়গা থেকে ধুয়ে মুছে যাবে। তৃণমূল মতুয়াদের নাগরিকত্ব নিয়ে লড়েছে, তাদের নাগরিকত্ব নিশ্চিত করেছে। আমরা সারা বছর ধরে কাজ করি। আমরা বিজেপির মতো নই যারা শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেয়।”
