বিয়ের প্রস্তাব নাকচ প্রেমিকার, তরুণীর গলার নলি ব্লেড দিয়ে কেটে দিল প্রেমিক

মুম্বই, ২৯ নভেম্বর: ভালোবাসা কি দিন দিন নৃশংসতায় পরিণত হচ্ছে! ফের প্রেমিকের বর্বর আচরণের শিকার হলেন তার প্রেমিকা। তরুণীর গলার নলি কেটে দিল তার প্রেমিক। মুম্বইয়ের ঘটনা। বুধবার পুলিশ জানিয়েছে, আক্রান্ত তরুণীর সঙ্গে এক বছর ধরে সম্পর্ক ছিল যুবকের। তরুণীকে বিয়ে করতে চেয়েছিলেন যুবক, কিন্তু তাকে অপমান করে তিনি সেই প্রস্তাব নাকচ করে দেন। তরুণীর অসম্মতিতে ক্ষিপ্ত হয়ে ব্লেড দিয়ে তার গলার নলি কেটে দেন যুবক। মঙ্গলবার দুপুরে কালাচৌকি এলাকায় ওই তরুণীর বাড়িতেই এই ভয়ঙ্কর ঘটনা ঘটে। ২৫ বছরের তরুণীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তের বয়স ৪৪ বছর। তিনি কালাচৌকি এলাকায় পরশুরাম নগরে গাড়ির চালকের কাজ করেন। তরুণী তার দুই ভাইয়ের সঙ্গে ওই একই এলাকায় থাকতেন। সোমবার রাতে দুজনের মধ্যে ঝগড়া হয়। সেই সময় তরুণী বেশ কিছু মানুষের সামনে অভিযুক্তকে অপমান করেন। এর পরেই মঙ্গলবার তরুণীর বাড়িতে ঢুকে তার গলায় ব্লেড চালিয়ে দেয় অভিযুক্ত। তরুণীর চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে। তড়িঘড়ি তাকে কেইএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক। এখনও তরুণীর জ্ঞান ফেরেনি। পুলিশ অভিযুক্তকে পরশুরাম নগর থেকে গ্রেফতার করে। ভারতীয় দণ্ডবিধির ৩০৭ (খুনের চেষ্টা) ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।