আজিম প্রেমজি ফাউন্ডেশন মাদরাসা এবং মসজিদের সঙ্গে যুক্ত মক্তবের শিক্ষকদের বেতন দেবে

ম্যাঙ্গালোর ২৯নভেম্বর: দেশে শিক্ষার বিস্তারে অনেক দিন ধরেই কাজ করে চলেছে আজিম প্রেমজি ফাউন্ডেশন। এ ব্যাপারে বহু দিন ধরেই ফাউন্ডেশন অর্থ সাহায্য করে চলেছে অনেক অলাভজনক সংস্থাকে। যারা শিক্ষার জন্য সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষকে কয়েক বছর ধরে আর্থিক অনুদান দিয়ে চলেছে।এবার আজিম প্রেমজি ফাউন্ডেশন মসজিদ-মাদ্রাসার সঙ্গে যুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ইংরেজি, বিজ্ঞান এবং গণিতের শিক্ষকদের বেতনের দেওয়ার জন্য একটি চুক্তিতে পৌঁছেছে। শিক্ষার প্রতি প্রতিশ্রুতির জন্য পরিচিত এই ফাউন্ডেশন এ বছর ১০টি মাদরাসা-মক্তব-স্কুলের জন্য সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। আগামী শিক্ষাবর্ষে ১০০ জন স্কুল শিক্ষককে বেতন দেওয়ারর জন্য এই উদ্যোগ প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।
ম্যাঙ্গালোর শহরের জামিয়াতুল ফালাহতে আয়োজিত এক সংবাদিক সম্মেলনে এই ঘোষণাটি করা হয়। যেখানে মুসলিম শিক্ষা প্রতিষ্ঠান ফেডারেশন সভাপতি উমরজী উপস্থিত ছিলেন।তিনি ফাউন্ডেশনের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, আজিম প্রেমজি ফাউন্ডেশন এই অঞ্চলে শিক্ষা বৃদ্ধির জন্য সহায়তা করবে।মুসলিম এডুকেশনাল ইনস্টিটিউশনস ফেডারেশন প্রাথমিকভাবে দুই দশক আগে ৩৪টি বেসরকারি অনুদানবিহীন মুসলিম শিক্ষা প্রতিষ্ঠানকে একত্রীকরণ করেছে।
ফাউন্ডেশন একটি বিশ্ববিদ্যালয়ও চালাচ্ছে। যার নাম দেওয়া হয়েছে আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয় যেমন তরুণ অধ্যাপক, গবেষকদের সামনে সুযোগের দরজা খুলে দিয়েছে, তেমনই মানবসম্পদ উন্নয়নের জন্য আলাদা একটি বিভাগ খুলেছে ফাউন্ডেশন। ওই বিশ্ববিদ্যালয় ডিগ্রি দেওয়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের যেমন গবেষণার সুযোগ দিচ্ছে, তেমনই আয়োজন করে চলেছে শিক্ষামূলক বিভিন্ন কর্মসূচির।শিক্ষা ও বিভিন্ন ধরনের সেবামূলক কাজের জন্য তাঁর তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রো’য় তাঁর নিজের শেয়ারের একটি বড় অংশ দিচ্ছেন চেয়ারম্যান আজিম প্রেমজি। যার পরিমাণ ৭৫০ কোটি ডলার বা ৫২ হাজার ১৭৭ কোটি সাড়ে ৮৭ লক্ষ টাকা। আজিম প্রেমজি একজন বড় দাতা। শিক্ষা ও সেবামূলক কাজে ফাউন্ডেশনের অনুদানের পরিমাণ বেড়ে গিয়ে হল ২ হাজার ১০০ কোটি ডলার। ভারতীয় মুদ্রা-মূল্যে যা ১ লক্ষ ৪৬ হাজার ১০৮ কোটি ৫৫ লক্ষ টাকা।২০২০ সালের সমাজসেবী ভারতীয়দের তালিকায় তিনিই শীর্ষে। দিনপিছু তাঁর দানের মূল্য ২২ কোটি টাকা!
করোনা মোকাবিলায়ও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন উইপ্রো চেয়ারম্যান আজিম প্রেমজি। উইপ্রো লিমিটেড, উইপ্রো এন্টারপ্রাইজ লিমিটেড ও আমিজ প্রেমজি ফাউন্ডেশন এই তিন সংস্থা একসঙ্গে মিলে ১ হাজার ১২৫ কোটি টাকা দান করে।