আগামী সপ্তাহে ফের উত্তরবঙ্গে যেতে পারেন মমতা

নিজস্ব প্রতিবেদক: পঞ্চায়েত ভোটের আগে উত্তরবঙ্গের হারানো জমি পুনরুদ্ধারে জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিন সপ্তাহের ব্যবধানে ফের আগামী সপ্তাহেই ফের উত্তরবঙ্গে যেতে পারেন তিনি। মঙ্গলবার নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী ৮ নভেম্বর মদনমোহনের রাস উৎসবের সূচনা করতে কোচবিহারে যেতে পারেন মুখ্যমন্ত্রী। রাস উৎসব কমিটির তরফে ঐতিহ্যবাহী রাস উ‍ৎসবের উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। নিজের কর্মব্যস্ত সূচি থেকে সময় বের করার চেষ্টা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের ঐতিহ্যবাহী রাসের সঙ্গে যেহেতু জেলার বাসিন্দাদের আবেগ জড়িয়ে রয়েছে, তাই ওই আবেগকে ছুঁতেই চরম ব্যবস্ততার মধ্যে হলেও ঝটিকা সফরে একদিনের জন্য হলেও রাজ শহরে যেতে চাইছেন তিনি।
গত মাসেই উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত বিজয়া দশমীর দিন মাল নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে হড়পা বানে মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতেই গিয়েছিলেন তিনি। মৃতদের পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছিলেন। পাশাপাশি মালবাজারে প্রশাসনিক বৈঠকও করেছিলেন। পরে শিলিগুড়িতেও প্রশাসনিক বৈঠক করার পাশাপাশি বিজয়া সম্মিলনীতেও অংশ নেন।