৩৭০ : সুপ্রিম কোর্টের রায় কাশ্মীর সমস্যাকে আরও জটিল করবে, মত প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর ইমরান খানের

অনুচ্ছেদ ৩৭০ বাতিলের কেন্দ্রীয় সিদ্ধান্তকে বহাল রেখে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ৷এই রায় কাশ্মীর সমস্যাকে আরও জটিল করবে ৷ এমনই মত পাকিস্তানের জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ৷
২০১৯ এর আগস্ট মাসে কেন্দ্রীয় সরকার অনুচ্ছেদ ৩৭০ বাতিল করার যে সিদ্ধান্ত নিয়েছিল তা, বহাল রাখার সোমবার সর্বসম্মতভাবে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ অনুচ্ছেদ ৩৭০ জম্মু ও কাশ্মীর রাজ্যকে একটি বিশেষ মর্যাদা প্রদান করেছিল । রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি পিটিআই নেতা ইমরান খান একটি বার্তায় বলেন যে, ভারতীয় শীর্ষ আদালতের রায় রাষ্ট্রসংঘের রেজোলিউশনের নিছক লঙ্ঘন ৷ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি তাদের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে ইমরানের বার্তা জানিয়েছেন ৷
ইমরান খান এ দিন বলেছেন যে, ভারতীয় শীর্ষ আদালতের বিতর্কিত এবং বেআইনি সিদ্ধান্ত কয়েক দশক ধরে চলা সংঘাত সমাধানে সাহায্য করার পরিবর্তে কাশ্মীর সমস্যাকে আরও জটিল করবে । তাঁর দল কাশ্মীরী জনগণকে সম্পূর্ণ কূটনৈতিক, নৈতিক ও রাজনৈতিক সমর্থন প্রদান অব্যাহত রাখবে বলে এ দিন জানিয়ে দিয়েছেন ইমরান ।