নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার সহ এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ।

জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুর: নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার সহ এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার দুমুঠো এলাকা থেকে যুবককে আটক করে বিএসএফ। সেইসঙ্গে উদ্ধার হয় ৫৮ বোতল নিষিদ্ধ কাফসিরাপ।বৃহস্পতিবার ধৃতকে আদালতে পেশ করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।পুলিশ জানিয়েছে ধৃতের নাম রফিকুল ইসলাম (৩৩) বাড়ি গঙ্গারামপুর থানার দুমুঠো মন্ডলপাড়া এলাকায়।জানা গেছে এদিন নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের সময় যুবককে আটক করে ১৭৪ ব্যাটালিয়নের BSF জওয়ানেরা।উদ্ধার হয় ৫৮ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। এদিন ধৃতকে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট জেলা আদালতে পেশ করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। এই ঘটনা কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।