বিজাপুর ২০জানুয়ারি: শনিবার সকালে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই মহিলা ক্যাডার সহ তিনজন নকশাল নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ওই রাজ্যের রাজধানী রায়পুর থেকে ৪00 কিলোমিটারেরও বেশি দূরে বাসাগুদা থানা সীমানার অধীনে বেলাম গুট্টা পাহাড়ে সকাল ৮ টার দিকে সংঘর্ষটি ঘটে বলে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
রাজ্য পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং সিআরপিএফের একটি ইউনিট ‘কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন’ (কোবরা) এর কর্মীরা এলাকায় নকশাল বিরোধী অভিযানে বেরিয়েছিলেন। নিরাপত্তা বাহিনী আগেই গোয়েন্দা তথ্য পেয়েছিল।
রাজ্য পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং সিআরপিএফের একটি অভিজাত ইউনিট ‘কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন’ (কোবরা) এর কর্মীরা এলাকায় নকশাল বিরোধী অভিযানে বেরিয়েছিলেন বলে তিনি জানান। নিরাপত্তা বাহিনী গোয়েন্দা তথ্য পেয়েছিল।
