একজোট হয়ে ‘স্বৈরাচারে’র বিরুদ্ধে লড়াইয়ের ডাক উদ্ধবের

মুম্বই, ৮ ফেব্রুয়ারি: আমাদের লড়াই একনায়কতন্ত্রের বিরুদ্ধে। আমাদের পাশে আছে মুসলিম ও খ্রিস্টানরা। মহারাষ্ট্রের কোঙ্কন সমাবেশ থেকে এমনই দাবি করলেন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে। বিজেপিকে কটাক্ষ করে উদ্ধব বলেন, তাদের লড়াই স্বৈরাচারের বিরুদ্ধে। তাদের দল কোনও সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় ভেদাভেদ করে না। নিজেকে হিন্দুত্ববাদি দাবি করেও উদ্ধব বলেন, তাঁদের হিন্দুত্ব মানুষকে একজোট করার বার্তা দেয়। অন্যদের মতো হিন্দুত্বকে বিভেদের হাতিয়ার করে না। উদ্ধব স্পষ্টভাবে বুঝিয়ে দেন, প্রকৃত হিন্দুরা কখনই বিদ্বেষী হতে পারে না। একই সঙ্গে প্রকৃত হিন্দুত্ববাদি দল কখনও বিদ্বেষ ও বিভাজনকে রাজনীতির হাতিয়ার করতে পারে না। একথা বলে উদ্ধব আসলে বোঝাতে চাইলেন, বিজেপি যে পথে তা হিন্দুত্বের পথ নয়, বিদ্বেষের পথ।

উদ্ধব কোঙ্কন অঞ্চলের সফরের দ্বিতীয় দিনে রাজাপুর এবং চিপলুনে রত্নগিরি জেলার সমাবেশে ভাষণ দেওয়ার সময়ে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বে প্রতিদ্বন্দ্বী শিবসেনা গোষ্ঠী ও ক্ষমতাসীন বিজেপিকে কটাক্ষ করে এই কথাগুলি বলেন। এমনকি তদন্তকারি সংস্থাগুলির বিরুদ্ধেও সরব হন তিনি। উদ্ধব বলেন, আমি এখানে গেরুয়া টুপি পরা মানুষ দেখতে পাচ্ছি, তেমনই মুসলিম সম্প্রদায়ের মানুষকেও দেখতে পাচ্ছি। মুসলিম আবেগ ধরে রাখতে তিনি ছত্রপতি শিবাজীর কথাও তুলে ধরে বলেন, এখানে ছত্রপতি শিবাজীর মূর্তি ও একটি দরগা আছে। সম্প্রতি আমি যখন রায়গড়ে ছিলাম, তখন সেখানকার মুসলমানরা আমাকে মারাঠি ভাষায় কুরআনের একটি কপি উপহার দিয়েছিল। তারা আমাদের হিন্দুত্বের অর্থ বুঝতে পেরেছে। আমি আবার বলছি যে আমাদের ‘হিন্দুত্বের ব্র্যান্ড’, এমন নয় যা ধর্মীয় বিভেদ সৃষ্টি করে বা দুটি সম্প্রদায়ের মধ্যে সম্পর্কের আগুন ধরিয়ে দেয়। বিজেপিকে কটাক্ষ করে উদ্ধব বলেন, তাদের দলের হিন্দুত্ব সেই সমস্ত মানুষের উপর দাঁড়িয়ে রয়েছে যাঁরা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করে প্রাণ দিয়েছিলেন। উদ্ধব ফের একবার স্পষ্ট করে দিয়ে বলেন, যেখানে হিন্দু সম্প্রদায় আমার পাশে দাঁড়িয়েছে, এবার আমার সঙ্গে মুসলমান ও খ্রিস্টানরাও যোগ দিচ্ছে। আমি সকল ধর্মের মানুষকে একজন দেশপ্রেমিক হিসেবে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের আহবান জানাচ্ছি।
২০২২-তে একনাথ শিন্ডেদের বিদ্রোহে মহা বিকাশ আগাড়ি সরকারের পতন ঘটেছিল। এরপর, একনাথ শিন্ডে শিবির বিজেপির সঙ্গে হাত মেলায়। বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হন একনাথ। এর পরেও ঠাকরে কোঙ্কন অঞ্চলে, বিশেষ করে সিন্ধুদুর্গ এবং রত্নাগিরি জেলাগুলিতে যথেষ্ট শক্তি বজায় রেখেছেন। এমনকি রত্নাগিরি-সিন্ধুদুর্গ লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ হলেন বিনায়ক রাউত, একজন কট্টর ঠাকরে অনুগত। এদিন কেন্দ্রীয় তদন্তকারি সংস্থাগুলির বিরুদ্ধে সরব হয়ে তিনি বলেন, কেজরিওয়ালের বাড়ি থেকে শুরু করে আমাদের দলের কর্মীদের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, কিন্তু একনাথ শিন্ডের বাড়িতে কেনো নয়? উদ্ধব বলেন, আসলে বিজেপি নেতাদের এমন অবস্থা যে, তারা নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য বন্দুক চালাতেও বাধ্য হচ্ছে।