সন্দেশখালিতে বিজেপির তান্ডব, রায়মঙ্গল সাঁতরে প্রাণে রক্ষা পেলেন ২ তৃণমূল কর্মী, জখম ১০

বসিরহাট:তৃণমূল কংগ্রেসের মিছিলে হামলাকে  কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল সন্দেশখালি। বাঁশ, লাঠি লোহার রড নিয় হামলা করে বিজেপি। অভিযোগ তৃণমূলের। বুধবার তৃণমূল কংগ্রেসের সন্দেশখালিতে মিছিল পাল্টা মিছিলে তৃণমূল- বিজেপি  উভয়পক্ষের সংঘর্ষ জখম কমপক্ষে ১০ জন। উত্তম সরদার নামে এক তৃণমূল  কর্মীকে বেধড়ক মারধর করা হয়। জানা যায় জমি লিজের টাকা নিয়ে এদিন উত্তপ্ত হয়ে সন্দেশখালি ২ ব্লকের ত্রিমোহিনী থেকে কাহারপাড়া, দাসপাড়া, পাত্র পাড়াসহ একাধিক গ্রাম। এই এলাকায় এদিন কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ নেতা কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে তৃণমূল। এরপর পাল্টা মিছিল শুরু করে বিজেপি। আর তখনই সংঘর্ষ বেধে যায় উভয় পক্ষে। জখম দুজন তৃণমূল কর্মী লঞ্চ থেকে নদীতে পড়ে যায়। কোনরকম ভাবে প্রাণে রক্ষা পায়। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা দা, বটি, বাশ লাঠি লোহার রড নিয়ে বেধড়ক মারধর করে তৃণমূল কর্মীদের। এলাকা ছাড়া করে। সাংবাদিকরাও এ থেকে রেহাই পায়নি। কোন রকম ভাবে নৌকায় উঠে পালাতে শুরু করে তৃণমূল নেতাকর্মী সমর্থকরা। ঘটনাস্থলে সন্দেশখালি থানার পুলিশ গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমত বেগ পেতে হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে। সন্ধ্যার পরে ফের উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরার মাছের ভেড়িতে ভাঙচুর ও পোল্ট্রি ফার্মে আগুন লাগানো হয়।