পঞ্চায়েত ভোটে লাগাম কষতে মঙ্গলবার নদিয়ায় যাচ্ছেন মমতা

পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষিত হয়নি। কিন্তু ভোটের আঁচ বাড়তে শুরু করেছে। আর পঞ্চায়েত ভোটে দলের পায়ের তলার মাটি ধরে রাখতে ফের জেলা সফরে বের হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়া থেকেই শুরু হচ্ছে তাঁর জেলা সফর। আগামী মঙ্গলবার সীমান্তবর্তী জেলায় যাওয়ার কর্মসূচি রয়েছে। নদিয়ায় প্রশাসনিক বৈঠকের পাশাপাশি কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। পাশাপাশি গোষ্ঠীদ্বন্ধ থামাতে দলের জেলা নেতৃত্বের সঙ্গেও বৈঠকে বসতে পারেন তিনি।
গত পঞ্চায়েত ভোটে চৈতন্যদেবের বিচরণভূমিতে বড়সড় ধাক্কা খেয়েছিল তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটেও রানাঘাট আসন বিজেপির কাছে খোয়াতে হয়েছিল। কোনও মতে কৃষ্ণনগর আসনে জয় পেয়েছিল দল। লোকসভার পরে বিধানসভার ভোটেও নদিয়ায় গেরুয়া শিবিরের কাছে ধাক্কা খেতে হয়েছিল রাজ্যের শাসক দলকে। ১৭টি আসনের মধ্যে আটটি আসনে জয়লাভ করেছিল পদ্ম শিবির। যদিও পরে শান্তিপুর আসন বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল ঘাসফুল শিবির। নদিয়ার মাটিতে হারানো জমি পুনরুদ্ধারে পঞ্চায়েত ভোটকেই পাখির চোখ করে ঝাঁপাচ্ছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। তাই ভোটের কয়েক মাস আগে থেকেই পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে যাচ্ছেন। নদিয়ার পরে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও তৃণমূল সুপ্রিমো যাবেন বলে শুক্রবার দলীয় সূত্রে জানা গিয়েছে।