‘সমাজে বর্ণ বৈষম্য আছে’: বিচারপতি ‘সনাতন ধর্মকে অপমান’, উদয়নিধি এবং রাজাকে বরখাস্ত করার আবেদন খারিজ মাদ্রাজ হাই কোর্টে

চেন্নাই ৭ মার্চ:সনাতন ধর্মকে অপমানের অভিযোগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের পুত্র উদয়নিধির বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপে সায় দিল না মাদ্রাজ হাই কোর্ট। সেই সঙ্গে ডিএমকের অন্য দুই নেতা শেখর বাবু এবং আন্দিমুথু রাজাকে সাংবিধানিক পদ থেকে বরখাস্তের দাবিও মাদ্রাজ হাই কোর্ট খারিজ করেছে।উদয়নিধি এবং শেখরকে তামিলনাড়ুর মন্ত্রিসভা থেকে এবং রাজাকে সাংসদ পদ থেকে বরখাস্তের দাবি জানিয়ে হিন্দুত্ববাদীদের তরফে দায়ের করা রিট পিটিশনটি গ্রহণ করতে অস্বীকার করেছে মাদ্রাজ হাই কোর্ট। হিন্দু মু্ন্নানি নামে একটি সংগঠনের সদস্য টি মনোহর এবং তাঁর দুই সহযোগী তিন ডিএমকে নেতার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছিলেন আদালতে।চেন্নাইয়ে লেখকদের একটি অনুষ্ঠানে তরুণ ডিএমকে নেতা উদয়নিধি বলেন, ‘‘সনাতন ধর্মের আদর্শকে মুছে ফেলার এই অনুষ্ঠানে আমায় আমন্ত্রণ জানানোয় আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। সনাতন ধর্মের আদর্শের বিরোধিতা না বলে তাকে নিশ্চিহ্ন করার কথা বলায় অনুষ্ঠানের উদ্যোক্তাদের অভিনন্দন জানাই।’’ এর পরেই তিনি বলেন, ‘‘আমাদের প্রথম কাজ হল বিরোধিতা নয়, সনাতন ধর্মের আদর্শকে মুছে ফেলা। এই সনাতন প্রথা সামাজিক ন্যায় ও সাম্যের বিরোধী।’’
বিচারপতি অনিতা সুমন্থ এই মামলায় উল্লেখ করেছেন যে, “যদিও এটা সত্য যে সমাজে বর্তমান বর্ণপ্রথায় অসাম্য আছে যা পরিহার করা উচিত। তবে বর্ণ ব্যবস্থাকে সম্পূর্ণরূপে নির্যাতিত পরিস্থিতির জন্য দায়ী করা যায় না কারণ বর্ণ প্রথা শতাব্দী প্রাচীন। “এই আদালত দ্ব্যর্থহীনভাবে একমত যে আজ সমাজে বর্ণের উপর ভিত্তি করে বৈষম্য রয়েছে এবং সেগুলিকে পরিহার করতে হবে৷
লেখকদের সভায় উদয়নিধি জানিয়েছিলেন, কিছু জিনিস আছে, যার বিরোধিতা যথেষ্ট নয়, তা নিশ্চিহ্ন করা দরকার। যেমন করোনা, ম্যালেরিয়া, ডেঙ্গির বিরোধিতা নয়, তাদের নিশ্চিহ্ন করা দরকার, তেমনই সনাতন আদর্শকেও মুছে ফেলা দরকার। তার ওই মন্তব্যের পরেই তৈরি হয়েছিল বিতর্ক।
অন্য দিকে, ডিএমকে সাংসদ রাজা একটি সভায় গুজরাত দাঙ্গায় নির্যাতিত বিলকিস বানোর প্রসঙ্গ টেনে বলেন, “ওই মহিলার নিযার্তনকারীরা যখন জেল থেকে ছাড়া পাচ্ছিল, সে সময়ে সমর্থকেরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিচ্ছিল। ‘ভারতমাতা কি জয়’ বলে স্লোগান উঠছিল।” রাজার কথায়, ‘‘যদি এই কারণে ভারতমাতা ও রামের স্লোগান ওঠে, তা হলে আমরা তা কোনও ভাবেই মেনে নেব না। তামিলনাড়ু কোনও ভাবেই মেনে নেবে না।’’
আন্দিমুথু রাজা বলেছেন, ‘‘ভারত কোনও দেশ নয়। একটি উপমহাদেশ মাত্র।’’ কেন দেশ নয়, তার ব্যাখ্যায় রাজা বলেন, ‘‘ভারতের নিজস্ব কোনও ভাষা নেই, নিজস্ব কোনও সংস্কৃতি বা ঐতিহ্য নেই। সেখানে তামিল, মালয়ালাম বা ওড়িয়া হল এক-একটি দেশ, যার ভাষা এক।’’ হয়, বলে দেবেন আমরা রামের শত্রু।’’