দিল্লিতে নামায চলাকালীন পুলিশের লাথি, তদন্ত শুরু

নয়াদিল্লি, ৮ মার্চ: নামায চলাকালীন দিল্লিতে পুলিশের লাথি! কদর্য, নিন্দনীয় ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনায় দিল্লি পুলিশের ওই সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি এই ঘটনা ঘটে। সেখানে দেখা যায়, দিল্লিতে রাস্তার মধ্যে নামায চলাকালীন এক পুলিশ আধিকারিককে তাদের লাথি মারতে। এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সমাজে নিন্দার ঝড় উঠেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
শুক্রবার পুলিশ জানিয়েছে, উত্তর দিল্লির ইন্দরলোক এলাকায় একটি রাস্তায় নামায পড়া চলছিল। সেই সময় এক পুলিশকর্মীকে নামায পড়তে বাধা দেওয়ার একটি ভিডিয়ো বিষয়ে সামনে এসেছে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর) এম কে মিনা জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।