সংবাদের শিরোনামে যখন নারকীয় ঘটনার খবর অহোরাত্রো চোখের সামনে আসে, তখন সমাজ কোনদিকে এগিয়ে চলেছে তা নিজেই একটি প্রশ্নচিহ্ন তুলে দেয়। একশ্রেণির পুরুষ এখনও মহিলাদের উপর নির্যাতন থেকে অকথ্য অত্যাচার চালিয়ে যাচ্ছে, যা শুনলে শিউরে উঠতে হয়। অন্তঃসত্ত্বা স্ত্রীকে বিছানার সঙ্গে দড়ি দিয়ে বেঁধে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনায় ঝলসে পুড়ে মৃত্যু হয়েছে স্ত্রীর। মৃতা ছ’মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পুলিশ সূত্রে খবর, ওই মহিলার গর্ভে যমজ সন্তানের ভ্রূণ ছিল। পঞ্জাবের অমৃতসরের বুলেদ নঙ্গল গ্রামের ঘটনা। মৃতার নাম পিঙ্কি। অভিযুক্ত স্বামীর নাম সুখদেব।
দম্পতির নিত্য ঝগড়া লেগেই থাকত। শুক্রবার অশান্তি চরমে ওঠে।তখনই এই কাণ্ড ঘটায় অভিযুক্ত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল পুলিশ। তবে ঘটনার পর থেকেই পলাতক স্বামী। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
