মালাপ্পুরম ২০ এপ্রিল :আগামী শুক্রবার (২৬ এপ্রিল) কেরালায় লোকসভা নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। এমন আশঙ্কা রয়েছে,ওই দিন মুসলিম ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করার সময় মসজিদে জুমা নামাজে উপস্থিত হতে পারবেন কিনা।এই পরিপ্রেক্ষিতে
মুসলিম সংগঠনগুলি মসজিদগুলির পরিচালনাকারী মহল্লু কমিটিগুলিকে এমনভাবে জুমা নামাযের পরিকল্পনা করতে বলেছেন যাতে প্রত্যেক মুসল্লি নামাযে অংশ নেওয়ার সুযোগ পায়।
কেরালা সুন্নি মহল্লু ফেডারেশন (এসএমএফ), মসজিদ কমিটিগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে যাতে মুসল্লিরা কোনও বাধা ছাড়াই নামায আদায় করতে পারেন৷ তারা যেন জুমার নামায মিস না করেন। ওই সংগঠন মসজিদগুলিকে নির্দেশনাও দিয়েছে যে তারা প্রয়োজনে জুমার সময় পরিবর্তন করতে পারে। একই শহরে মসজিদের জুমার সময় ভিন্ন হতে পারে। তদনুসারে, মসজিদ কমিটি ভোটের সময় বা নামাযের সময় নির্ধারণ করতে পারেন। প্রচুর সংখ্যক ভোট কর্মীদের বিভিন্ন সময়ে আলাদা মসজিদে যেন পাঠানো হয় যাতে তাদের কাজ প্রভাবিত না হয়। মদিন গ্র্যান্ড মসজিদের অধীনে মদিন অ্যাকাডেমির প্রতিনিধি খালিদ সাকাফি এ কথা বলেছেন।
আলেমদের মতে, ভোটের দায়িত্বে থাকা মুমিন মুসুল্লিরা জুমায় অংশ না নিয়ে তাদের জায়গায় জোহরের (দুপুরের নামায) নামায পড়তে পারেন।
