১৫ দিন সেবাপক্ষের মাধ্যমে সেবাগুরু শ্রীসমীরেশ্বরর জন্মদিবস পালন

৫০টি গ্রামে ১৫ দিন সেবা করে সেবাপক্ষ পালন৷ বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা সেবার মূর্ত প্রতীক সেবাগুরু শ্রীসমীরেশ্বর ব্রহ্মচারীর ৫০ তম আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে এই বিশেষ উদ্যোগের কথা জানা গিয়েছে৷ ৫০টি প্রত্যন্ত এবং আদিবাসী গ্রামে গ্রামে স্বাস্থ্য শিবির, শিক্ষা সেবা শিবির, কম্বল ও শীতবস্ত্র বিতরণ, খাদ্য প্রদান শিবিরের মাধ্যমে পক্ষব্যাপী এই সেবাকর্মসূচি পালন করা শুরু হল৷ জন্মদিন উপলক্ষে ১৫ দিনের এই সেবা উদ্যোগ শুধু বাংলাই নয় সঙ্ঘের মধ্যপ্রদেশের অমরকন্টকের বিভিন্ন গ্রীমে এবং ইল্যান্ডের বিভিন্ন গ্রামেও পালতি হবে৷ সঙ্ঘের প্রধান কার্যালয় কলকাতা বিমানবন্দরের অদূরে আগামী ২৫ নভেম্বর শ্রীসমীরেশ্বরের জন্মদিবস উদ্‌যাপিত হবে৷ শুধু তাই নয় বাংলাদেশে, ইংল্যান্ডের পিটারবোরা হবে ইস্ট কমিউনিটি সেন্টারেও সাংস্কৃতিক কার্যক্রম এবং খাদ্যপ্রদান কর্মসূচির মাধ্যমে দিনটি পালিত হবে৷ পিটারবোরার মেয়র, পুলিশ কমিশনার, সাংসদ সহ বিভিন্ন বিশিষ্টজন শ্রীসমীরেশ্বরের জন্মদিবস পালনের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন৷ ভারতের দারিদ্রতাকে যখন বিশ্ববাসী তাচ্ছিল্যের চোখে দেখেন সেখানে তার সংস্থা ইংল্যান্ডের পিটারবোরা শহরে খাদ্যহীনদের নিয়মিত বছরভর খাদ্য জুগিয়ে যাচ্ছে৷ সেখানকার লোকজন শ্রীসমীরেশ্বরকে চ্যারিটি গুরু নামে চেনেন৷ কোভিড লকডাউনে প্রাণভয়ে অনেকেই যখন মানুষের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন তখন লকডাউনের প্রথম দিন থেকে প্রাণভয় উপেক্ষা করে শ্রীসমীরেশ্বর ব্রহ্মচারী মহারাজ নিজে সেবা কর্মিদের নিয়ে মানুষের পাশে খাদ্য এবং জীবনদায়ী উপকরণ নিয়ে পাশে ছিলেন৷ শুধু তাই নয় সাম্প্রতিক প্রবল ঘূর্ণিঝড় আম্ফান বা ইয়াসেও ক্ষতিগ্রস্থ প্রত্যন্ত গ্রামের মানুষের পাশে ছুটে গেছেন তিনি৷ সারাবছর মানুষের সেবার এই উদ্যোগ তাঁকে মানুষের মনে সেবাগুরু শ্রীসমীরেশ্বর নামে বিশেষ পরিচিত দিয়েছে৷