গোটা দেশে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৯৬টি আসনে ভোট গ্রহণ হয় আজ। সন্ধ্যা ৬ টায় শেষ হবে ভোটগ্রহণ পর্ব। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৮টি লোকসভা কেন্দ্রও রয়েছে। লোকসভা নির্বাচনের পাশাপাশি আজ অন্ধ্র প্রদেশ ও ওড়িশায় বিধানসভা নির্বাচন রয়েছে।
বিকেল ৫টা পর্যন্ত ৭৫.৬৬% ভোট পড়ল রাজ্যে
বহরমপুর- ৭৫.৩৬%
বোলপুর- ৭৭.৭৭%
বীরভূম- ৭৫.৪৫%
কৃষ্ণনগর- ৭৭.২৯%
আসানসোল- ৬৯.৪৩%
রানাঘাট- ৭৭.৪৬%
পূর্ব বর্ধমান-৭৭.৩৬%
বর্ধমান-দুর্গাপুরে ভোট পড়ল -৭৭.০২%।
নির্বাচন কমিশনের দেওয়া তালিকা বলছে চতুর্থ দফা ভোটে বিকেল ৩টে পর্যন্ত দেশে ৫২.৬০ শতাংশ (প্রায়) ভোট পড়েছে। পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৬৬.০৫ শতাংশ, মধ্যপ্রদেশে ৫৯.৬৩ শতাংশ এবং অন্ধ্র প্রদেশ ৫৫.৪৯ শতাংশ।
দুপুর ৩টে পর্যন্ত ৬৬% ভোট রাজ্যে! গোটা দেশে ভোট পড়ল ৫৩%
লোকসভা নির্বাচন: বিকেল ৩টা পর্যন্ত ৫৩% ভোট রেকর্ড হল দেশ জুড়ে। ৬৬% ভোট নিয়ে তালিকায় এগিয়ে বাংলা। ভারতের নির্বাচন কমিশনের দেওয়া তালিকা বলছে চতুর্থ দফা ভোটে বিকেল ৩টে পর্যন্ত দেশে ৫২.৬০ শতাংশ (প্রায়) ভোট পড়েছে। পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৬৬.০৫ শতাংশ, মধ্যপ্রদেশে ৫৯.৬৩ শতাংশ এবং অন্ধ্র প্রদেশ ৫৫.৪৯ শতাংশ।
দেখে নিন তালিকা।
অন্ধ্র প্রদেশ – ৫৫.৪৯%
বিহার – ৪৫.২৩%
জম্মু ও কাশ্মীর – ২৯.৯৩%
ঝাড়খণ্ড – ৫৬.৪২%
মধ্যপ্রদেশ – ৫৯.৬৩%
মহারাষ্ট্র – ৪৮.৩৫%
ওড়িশা – ৫২.৯১%
তেলেঙ্গানা – ৫২.৩৪%
উত্তরপ্রদেশ – ৪৮.৪১%
পশ্চিমবঙ্গ – ৬৬.০৫%
