মুখ্যমন্ত্রী পদ থেকে কেজরির অপসারণ মামলা থেকে নিজেদের সরিয়ে নিল সুপ্রিম কোর্ট

ফের স্বস্তির খবর আম আদমি শিবিরে। আবগারি দূর্নীতি মামলায় গ্রেফতার হওয়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কোনও অবস্থাতেই তাঁর পদ থেকে অপসারিত করার বিষয়ে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। বর্তমানে অন্তর্বর্তী জামিনে আছেন আপ সুপ্রিমো।

চলতি বছরের ১০ এপ্রিল কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারিত করার দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল দিল্লি হাইকোর্টে। বলা হয়েছিল, অবিলম্বে কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হোক। কিন্তু মামলায় সাড়া দেওয়া দূরে থাক, উলটে দিল্লি হাইকোর্ট ৫০ হাজার টাকার জরিমানা করে মামলাকারীকে। পরে সুপ্রিম কোর্ট সাময়িক স্বস্তি দেয় কেজরিওয়ালকে। সোমবার বিচারপতি সঞ্জীব খন্না ও দীপঙ্কর দত্তের বেঞ্চ সাফ জানিয়ে দেয়, এই ব্যাপারে পদক্ষেপ করতে চাইলে কেবলমাত্র দিল্লির উপ-রাজ্যপাল (লেফটেন্যান্ট গভর্নর) করতে পারেন। ‘এখানে আইনি অধিকার আসছে কীভাবে? উচিত-অনুচিত বোধ থেকে আপনাদের কিছু বলার থাকতেই পারে। কিন্তু এই ব্যাপারে কিছু করার হলে দিল্লির উপ-রাজ্যপাল করতে পারেন। আমরা এতে নাক গলাব না’।
উল্লেখ্য, গত ২১ মার্চ আবগারি মামলায় গ্রেফতার হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তিহাড় জেলের বন্দি থাকতে হয়েছে। অবশেষে গত শুক্রবার নির্বাচনের কথা ভেবে কেজরিওয়ালকে সাময়িক স্বস্তি দিয়ে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে দেশের শীর্ষ আদালত। যদিও শর্ত রাখা হয়েছে, কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীর দফতর ও সচিবালয়ে যেতে পারবেন না। কিন্তু কেজরিওয়ালকে নিয়ে ইতিমধ্যেই দিল্লি ও পাঞ্জাবে নতুন উদ্যমে প্রচারে ঝড় তুলছে আপ। বিজেপি বারবারই কেজরিওয়ালের পদত্যাগ দাবি করে আসছে। অন্যদিকে পাল্টা আপ নেতৃত্বও বলে আসছেন, জেল থেকেই সরকার চালাবেন কেজরিওয়াল। অবশেষে সুপ্রিম কোর্ট এই দাবি থেকে নিজেদের সরিয়ে নেওয়ায় আপের কাছে নিসন্দেহে তা ভালো খবর।