দোষী প্রমাণিত হলে নাতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক : দেবগৌড়া

নয়াদিল্লি:কয়েকশো মহিলাকে ধর্ষণ এবং যৌন নির্যাতনের দায়ে অভিযুক্ত কর্নাটকের বিজেপি সমর্থিত জেডিএস প্রার্থী প্রজ্বল রেভান্নার জার্মানিতে পালিয়ে যাওয়ার পর ট্রেনে করে লন্ডন চলে যায় বলে এসআইটি জানতে পেরেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি তথা হাসনের বিদায়ী জেডিএস সাংসদ প্রজ্বলের যৌন কুকীর্তির হাজার তিনেক ভিডিয়ো ভরা একটি পেন ড্রাইভ সম্প্রতি প্রকাশ্যে আসে। অভিযোগকারী বিজেপি নেতা দেবরাজ গৌড়ার দাবি, গত পাঁচ বছর ধরে হাসনের সাংসদ কয়েক হাজার মহিলাকে ধর্ষণ এবং যৌন নির্যাতন করে সেই ভিডিয়ো নিজেই তুলে রাখতেন।ধর্ষণের অভিযোগ ওঠার পরেই কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে জার্মানি যান প্রজ্বল। বিদেশে যাওয়ার জন্য প্রজ্বল কোনও রাজনৈতিক অনুমোদন চাননি, দেওয়াও হয়নি। ফলে ভিসা নোটও জারি করেনি বিদেশ মন্ত্রক। কিন্তু সাংসদদের কূটনৈতিক পাসপোর্ট থাকলেও বিদেশে যেতে গেলে বিদেশ মন্ত্রকের ছাড়পত্র প্রয়োজন। প্রজ্বলের সেই অনুমোদন ছিল কি না, সাংবাদিকদের সে প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছে বিদেশ মন্ত্রক।
বিজয়পুরায় কংগ্রেসের এক সভায় কর্ণাটকের মন্ত্রী রামাপ্পা বলেন, ‘‘প্রজ্বল যে কাণ্ড করেছেন, তাতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি হতে পারে। তিনি নারীসঙ্গে শ্রীকৃষ্ণের নজিরও ছাপিয়ে গিয়েছেন।’’ কর্নাটকের বিজেপি নেতা বিওয়াই বিজয়েন্দ্র শ্রীকৃষ্ণের সঙ্গে ধর্ষণে অভিযুক্ত প্রজ্বলের তুলনা টানায় রামাপ্পা এবং কংগ্রেসের সমালোচনা করেন ।
এসআইটি প্রজ্বল রেভান্নাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন নোটিশ জারি করেছে। জানা গেছে, অভিযুক্ত প্রজওয়াল এবং তার দুই বন্ধু ইংল্যান্ডে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যবসায়ীর সহায়তায় জার্মানি থেকে ট্রেনে করে লন্ডনে গিয়েছেন।
পুলিশ বলেছে,২৬ এপ্রিল ভোট দেওয়ার পরে বলা বেঙ্গালুরু থেকে পালিয়ে আসা প্রজ্বল জার্মানিতে গেছেন। তিনি দুবাই গেছেন বলে তথ্য ছিল। দুবাই থেকে তিনি বেঙ্গালুরু আসবেন বলে জানানো হয়েছিল। তবে বিদেশে লুকোচুরি খেলছেন তিনি। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত তিনি ভারতে আসবেন কিনা সন্দেহ রয়েছে।
জানা গেছে, অভিযুক্ত প্রজওয়াল ৩ ও ১৫ মে ভারতে আসার জন্য ফ্লাইট টিকিট বুক করেছিলেন। তবে পরে তিনি তা বাতিল করেন। তাই পরবর্তী টিকিট বুকিংয়ের দিকে নজর রাখছেন এসআইটি কর্মকর্তারা।
এদিকে জনতা দল সেকুলার নেতা দেবগৌড়া বলেছেন,তার নাতি এবং বিদায়ী সাংসদ প্রজ্বল রেভান্না যৌন নির্যাতনের অভিযোগে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তার কোনও আপত্তি নেই৷শনিবার ৯২ বছর বয়সী দেবগৌড়া তার জন্মদিনে নীরবতা ভেঙে ওই কথা বলেন।