আফগানিস্তানে ভারী বৃষ্টি ও বন্যায় মৃত্যু হল অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। বন্যার ফলে দেশটির রাজধানী সহ অন্যান্য এলাকায় দুই হাজার বাড়ি-ঘর পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। চার হাজার বাড়ি-ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দু’হাজারেরও বেশি দোকান পানির নিচে তলিয়ে গেছে। দেশটির মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশের তথ্য বিভাগের প্রধান মৌলবি আবদুল হাই জাইম বলেন, ‘শুক্রবার থেকে শুরু হওয়া বৃষ্টিপাতে কতজন আহত হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য নেই।’
