বুলডোজার অ্যাকশন: অসমে বাস্তুচ্যুত ৪০০ বাঙালি-মূল নিবাসী মুসলিম পরিবার

গুয়াহাটি ২২ মে:বেশ কয়েক বছর ধরে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অসম-সহ বিভিন্ন বিজেপি-শাসিত রাজ্যে কোন অভিযোগ উঠলেই মুসলিমদের সম্পত্তি-বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে ফেলার একটা প্রবণতা শুরু হয়েছে।এবার ফের সেই বুলডোজার ফিরল অসমে।
সরকারি কর্তৃপক্ষ অসমের দারেং জেলার সেপাঝারে ব্রহ্মপুত্রের বালিময় তীরে তাদের অস্থায়ী বাড়িগুলিকে বুলডোজ করে বাঙালি বংশোদ্ভূত প্রায় ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ করেছে৷ এই অভিযানে নারী ও শিশুসহ শত শত মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে।
মিডিয়া রিপোর্ট অনুসারে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলি সেই একই ব্যক্তি, যাদের বাড়ি ২০২১ সালের সেপ্টেম্বরে ভেঙে দেওয়া হয়৷ সেই সময়ে অসমে সরকারিভাবেই বলা হয়েছিল, অসমে ১৪১৮টি বাড়ি, ৪৮টি দোকান এবং তিনটি মসজিদ ধ্বংস করা হয়েছে।এই কারণে প্রায় সাত হাজার লোককে বাস্তুচ্যুত হতে হয়।
এলাকার এক বাসিন্দা কাঁদতে কাঁদতে সাংবাদিকদের বলেন, “সোমবার আমাদের বাড়ি চলে গেছে। আমাদের এখন কোথাও যাওয়ার জায়গা নেই।”
এদিকে অসমের করিমগঞ্জ কেন্দ্রে বিজেপির প্রার্থী কৃপানাথ মাল্লাহ, তাঁকে ভোট না দিলে, ভোট গণনার পর বুলডোজারের মুখে পড়তে হবে, এমন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি শাসিত অসমের ৯ সরকারি অফিসারের বিরুদ্ধে। অভিযোগের কাঠগড়ায় থাকা এই অফিসারদের মধ্যে অন্যতম হলেন বন দফতরের (ফরেস্ট ডিপার্টমেন্ট) স্পেশ্যাল চিফ সেক্রেটারি ও প্রধান এমকে যাদবা।