Exit Poll বিপরীত হবে: ‘জাস্ট ওয়েট অ্যান্ড সি’ বললেন সোনিয়া গান্ধি

নয়াদিল্লি, ৩ জুন: আগামীকাল প্রকাশিত হবে চব্বিশ লোকসভা নির্বাচনের ফলাফল। অথাৎ ৪ জুনই স্পষ্ট হবে দিল্লির মসনদে বসবেন কে? এদিকে ফল প্রকাশের আগেই দিন কেন্দ্রে ক্ষমতায় ফেরা নিয়ে আশাবাদী কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি। সোমবার তিনি বলেন, “দল আশাবাদী, নির্বাচনের ফলাফল নিয়ে এক্সিট পোল যে পূর্বাভাস দিয়েছে তার সম্পূর্ণ বিপরীত হবে।” এরপরই তিনি জানিয়েছেন, “আমাদের অপেক্ষা করতে হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি (শুধু অপেক্ষা করুন এবং দেখুন)।”

গত শনিবার দেশজুড়ে শেষ দফার ভোট মিটতেই বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত দেওয়া হয় তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। বিজেপির জোট ৩৫০-৪০০ আসন পেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে জনমত সমীক্ষায়। এই প্রসঙ্গে কংগ্রেস নেত্রী সাফ বলেন, এক্সিট পোল যা দেখাচ্ছে তার সম্পূর্ণ বিপরীত ঘটবে।
এদিকে বুথফেরত সমীক্ষার রিপোর্টকে উড়িয়ে দিয়েছে ইন্ডিয়া জোট। তাদের দাবি, ইন্ডিয়া ২৯৫টির বেশি আসন পাবে। রাহুল গান্ধী থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব থেকে শুরু করে রেবন্ত রেড্ডি এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই এক্সিট পোলের ফলাফলকে কটাক্ষ করেছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধি বলেন, ‘এটা এক্সিট পোল নয়। এটা মোদি মিডিয়া পোল। ফ্যান্টাসি পোল। আমরা ২৯৫ আসন পাব।’