পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের নানান দুর্নীতিকেই হাতিয়ার করতে চায় বিরোধীরা। তাই নির্বাচনের আগে ১০০ দিনের কাজ নিয়ে সরব হলেন বিরোধী দলনেতা। কলকাতা হাইকোর্টে (Kolkata Highcourt) দায়ের করলেন জনস্বার্থ মামলা। বিরোধীদের অভিযোগ, তথ্যে কারচুপি করা হচ্ছে। এলাকার জনসংখ্যার থেকে বেশি রয়েছে জব কার্ডের সংখ্যা। এই মামলায় ক্যাগ দিয়ে অডিট করানোর পাশাপাশি সিবিআই তদন্তের আবেদন জানানো হয়েছে।
১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ নিয়ে বহুবার সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বিষয়টি নিয়ে কেন্দ্রকেও বেশ কয়েকবার চিঠি দিয়েছেন শুভেন্দু। এবার হাইকোর্টে দায়ের করলেন জনস্বার্থ মামলা। সূত্রের খবর, এ সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মামলাটি উঠতে পারে প্রধান বিচারপতির এজলাসে। যদিও ১০০ দিনের কাজে বিরোধীদের অভিযোগ মানতে নারাজ শাসকদল। তাঁদের দাবি নিয়ম মেনেই কাজ হয়েছে। কোথাও দুর্নীতির কোনও প্রশ্নই নেই। অথচ ১০০ দিনের টাকা রাজ্যকে দিচ্ছেনা কেন্দ্র। ১০০ দিনের বকেয়া টাকা নিয়ে একাধিকবার বিভিন্ন সভা সমাবেশে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
এর আগে ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার সাক্ষাৎ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে। সে সময়ই আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছ থেকে একটি চিঠিও পান গিরিরাজ। সেখানে ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ তোলা হয়। যদিও কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সম্প্রতি মেদিনীপুর সফরে এসে বলেছিলেন, “পশ্চিমবঙ্গ সরকার অডিট রিপোর্ট জমা দিলেই ১০০ দিনের কাজের বকেয়া টাকা দিয়ে দেবে কেন্দ্র। যা অত্যন্ত আবশ্যক। অন্য রাজ্যরা যা যা সুবিধা পায়, বাংলাকেও সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে না।”
