জয় নিশ্চিত, মমতার বাড়িতে এলেন অভিষেক

সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা। এই বছর প্রথম পোস্টাল ব্যালটের সঙ্গে-সঙ্গে গোনা হচ্ছে ইভিএমও। শাসকদল তৃণমূল আবারও বাজিমাত করবে রাজ্যে এমনই আশাবাদি রাজ্যবাসী।কালীঘাটে ইতিমধ্যেই বাড়ছে ভিড়। উড়ছে সবুজ আবির। প্রস্তুতি শুরু হয়েছে বিজয় মিছিলের। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতার কালীঘাটের বাড়িতে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জয়ের পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ পাওয়া আপডেট বলছে প্রায় ৩ লক্ষ ভোটে এগিয়ে রয়েছেন অভিষেক।

প্রথম থেকেই জয় নিয়ে আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারবার বলেছেন, জয় তো আসবেই, তবে তাঁর এবারের টার্গেট ভোটের মার্জিন বাড়ানো। একের পর এক রাউন্ড করে গণনা এগোচ্ছে, লাফিয়ে মার্জিন বাড়ছে অভিষেকের। রাজনৈতিক মহলের মতে, অভিষেকের জয় কার্যত নিশ্চিত।