রাঁচি৫জুন: ঝাড়খণ্ডে আদিবাসী সম্প্রদায়ের জন্য সংরক্ষিত পাঁচটি আসনই হেরেছে বিজেপি। বিজেপি যে আসনগুলি হেরেছে তা হল খুঁটি, লোহারদাগা, সিংভূম, রাজমহল এবং দুমকা।
ঝাড়খণ্ডের ১৪টি লোকসভা আসনের মধ্যে তফসিলি উপজাতি সংরক্ষিত পাঁচটি আসন হল এই সিংভূম, খুঁটি, লোহারদাগা, দুমকা এবং রাজমহল কেন্দ্র। প্রথম তিনটি লোকসভা আসনে চতুর্থ দফায় ভোটগ্রহণ হয়েছিল। শেষ দু’টি আসনে নির্বাচন হয়েছিল সপ্তম দফায়। গত লোকসভা ভোটে ওই পাঁচটি আসনের তিনটিতে জিতেছিল বিজেপি। একটি কংগ্রেস। বাকি একটি পেয়েছিল জেএমএম। এই লোকসভা ভোটে পাঁচ আসনের তিনটিতে প্রার্থী দিয়েছিল জেএমএম। দু’টিতে কংগ্রেস। বিজেপির কাছে শেষ পর্যন্ত কাঁটা হল ওই পাঁচ কেন্দ্রই।
কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা খুন্তিতে কংগ্রেসের কালীচরণ মুণ্ডার কাছে হেরেছেন, সীতা সোরেন জেএমএমের পুরনো ওয়ারহরসের কাছে হেরেছেন এবং দুমকায় সাতবারের বিধায়ক নলিন, সীতা সোরেনের কাছে হেরেছেন। বিজেপি তার আনুষ্ঠানিক মনোনীত প্রার্থী এবং বর্তমান সাংসদ সুনীল সোরেনকে প্রত্যাহার করার পরে দুমকায় জেএমএম বিধায়ক সীতা সোরেনকে প্রার্থী করেছিল।প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোডার স্ত্রী গীতা কোডা, যিনি লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন, সিংভূমে জেএমএমের জোবা মাঞ্জির কাছে হেরেছেন। লোহারদাগায় বিজেপি ক্ষমতা বিরোধী শক্তিকে পরাজিত করার জন্য তার বর্তমান সাংসদ সুদর্শন ভগতের জায়গায় সমীর ওরাওঁকে প্রার্থী করেছিল, কিন্তু তিনিও কংগ্রেস দলের সুখদেব ভগতের কাছে হেরেছেন।
ঝাড়খণ্ডে পালামৌ একমাত্র ‘এসসি’ আসন। বাকি আটটি আসন সাধারণ। ওই ন’টি আসনে প্রচার-প্রভাবে গোড়া থেকেই এগিয়ে ছিল বিজেপি। বাকি খুঁটি, সিংভূম, লোহারদাগা, রাজমহল এবং দুমকায় লড়াই ‘হাড্ডাহাড্ডি’ হবে বলেই ধরে নেওয়া হয়েছিল। হলও তাই। আসলে আদিবাসী ভোট যার, আসন তার— এই পাঁচ আসনে এটাই সরল হিসাব।
