আইআইটি খড়্গপুরের পড়ুয়া ফয়জান ও দীপিকা পিল্লাইয়ের রহস্যমৃত্যুর ঘটনায় আন্দোলনে স্থানীয় বিশিষ্টরা

ফয়জান ও দীপিকা পিল্লাই হত্যাকাণ্ডের বিচার চেয়ে আজ আইআইটি খড়গপুর গেটে ট্রেড ইউনিয়ন লিডার আইয়ুব আলি ডাইরেক্টর ও এসএসও’র গ্রেফতারের দাবিতে আন্দোলন শুরু করেছেন।
খড়্গপুর জাগরণ মঞ্চ-এর তরফে আয়ুব আলি বলেন, আমরা খড়্গপুরের মানুষকে এই দল গঠন করেছি। কোনও রাজনৈতিক সংগঠনের সঙ্গে এই দল যুক্ত নয়। আমরা খড়্গপুরের ডিরেক্টর ও এসএসও’র পদত্যাগ দাবি করছি। আমরা চাই আমাদের এই আন্দোলনে খড়্গপুরের মানুষ আমাদের পাশে এসে দাঁড়াক। বহু মানুষ এসেছে, আমাদের এই আন্দোলনকে তারা সমর্থন জানিয়েছে। আরও মানুষ সামিল হবে বলে আমরা আশাবাদি।’ হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০২২ সালে খড়গপুর আইআইটিতে ছাত্রের ফায়জান আহমেদের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। লালা লাজপত রায় হস্টেল থেকে উদ্ধার পচাগলা দেহ। মৃত যুবকের নাম ফয়জান আহমেদে অসমের তিনসুকিয়ার বাসিন্দা ছিলেন। খড়গপুর আইআইটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন তিনি। সম্প্রতি আইআইটি খড়্গপুরের তৃতীয় বর্ষের ছাত্রী দীপিকা পিল্লাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার নয়। মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়।