৮৫ হাজার অনুদান পুজো কমিটিগুলিকে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নেতাজি ইন্ডোরে প্রতি বছরের মতো এবারেও পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ৮৫ হাজার অনুদান পুজো কমিটিগুলিকে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। ৪৩ হাজার পুজোকমিটি এই অনুদান পাবে। গতবার এই অনুদান ছিল ৭০ হাজার, এবার তা বেড়ে হল ৮৫ হাজার। স্বাভাবিকভাবে খুশির হাওয়া পুজো কমিটিগুলির মধ্যে। ২০২৫-এ ১ লক্ষ করে অনুদান দেওয়া হবে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর।
এদিন মুখ্যমন্ত্রী পুজো নিয়ে কড়া নির্দেশ দিয়ে বলেন, আমার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়। মণ্ডপে মণ্ডপে এমন কিছু করলাম, সব রাস্তা বন্ধ হয়ে গেল। পুজোর সময় কুইক রেসপন্স টিম তৈরি থাকতে হবে। ভিড় এড়াতে এন্ট্রি-এক্সিট আলাদাভাবে করার নির্দেশ। থানার মধ্যে সমন্বয় থাকতে হবে।
শ্রীভূমির নাম উল্লেখ না করে ফের সুজিতকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, মণ্ডপে মণ্ডপে এমন কিছু করলাম, সব স্তব্ধ হয়ে গেল। ১১২ ফুটের পুজোর করলাম, লেজার লাইট করলাম। সব দিক খেয়াল রাখতে হবে, যাতে মানুষের অসুবিধে না হয়।